Bank Loan

ক্ষুদ্র ঋণ মকুবের দাবি

তাদের বক্তব্য, কোভিড মোকাবিলায় লক ডাউনের জেরে জীবিকাচ্যুত হয়ে গরিব মানুষ আর্থিক ভাবে বিপন্ন ছিলেনই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ০৫:১৬
Share:
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ক্ষুদ্র ঋণ সংস্থার কাছ থেকে নেওয়া ঋণ মকুবের দাবিতে সরব হল বসিরহাটের নাগরিক সমাজ নামে একটি সংগঠন। তাদের বক্তব্য, কোভিড মোকাবিলায় লক ডাউনের জেরে জীবিকাচ্যুত হয়ে গরিব মানুষ আর্থিক ভাবে বিপন্ন ছিলেনই। তার উপরে আমপানের ধাক্কায় তাঁদের অনেকেরই বাড়ি ভেঙে বা ভেসে গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের পক্ষে ক্ষুদ্র ঋণ সংস্থার ঋণ শোধ করা অসম্ভব। তাই ওই ঋণ মকুব করা হোক। এই দাবিতে সমাবেশও করছে ‘নাগরিক সমাজ’। বসিরহাট, হিঙ্গলগঞ্জ এবং লাগোয়া এলাকায় লক ডাউন এবং আমপান বিধ্বস্ত গরিব মানুষের মধ্যে খাবার এবং অন্যান্য ত্রাণসামগ্রীও বিলি করছে ওই সংগঠন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement