অমিত শাহ। ফাইল ছবি
শনি ও রবিবার একগুচ্ছ কর্মসূচি। আর তাতে যোগ দিতে শুক্রবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে ডিসেম্বরেও দু’দিনের বঙ্গ সফরে মেদিনীপুরে সমাবেশ ও বোলপুরে রোড শো করেছিলেন অমিত। এ বার অন্যান্য কর্মসূচি থাকলেও বিশেষ নজর থাকবে অমিতের ঠাকুরনগর ও হাওড়ার ডুমুরজলার সমাবেশের দিকে। কারণ, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এখনও কার্যকর না হওয়া নিয়ে মতুয়া সম্প্রদায়ের ক্ষোভ নিরসনে ঠাকুরনগরে বার্তা দিতে পারেন অমিত। অন্য দিকে, বিজেপি সূত্রে যা খবর তাতে হাওড়ার সমাবেশে তৃণমূল-সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেকে অমিতের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন।
রাজ্য বিজেপি সূত্রে অমিতের সর্বশেষ যে সফরসূচি জানা গিয়েছে, তাতে শুক্রবার কলকাতায় এলেও কোনও কর্মসূচি নেই তাঁর। রাত্রিবাস করবেন নিউটাউনের একটি হোটেলে। শনিবার সকালে তিনি হেলিকপ্টারে যাবেন নদিয়ার মায়াপুরে। বেলা পৌনে ১১টা থেকে দুপুর সওয়া ১২টা তিনি মায়াপুরের ইস্কন মন্দিরে কাটাবেন। সেখান থেকে আসবেন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। সমাবেশে থাকবেন দুপুর ২টো ৫০ থেকে ৩টে ৫০। সেখান থেকে কলকাতায় ফিরে সন্ধ্যা ৬টা ৪৫ থেকে ৭টা ৪৫ ‘সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার্স মিট’-এ অংশ নেবেন। শনিবার রাত ৮টায় আইটিসি সোনার হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পৌঁছবেন হোটেলে। সেখানে রাতে রাজ্য নেতৃত্বের সঙ্গে অমিত বৈঠকে বসতে পারেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
রবিবার সকালে প্রথম কর্মসূচি কলকাতার শেক্সপিয়র সরণিতে অরবিন্দ ভবন পরিদর্শন। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা থাকবেন সেখানে। সেখান থেকে চলে যাবেন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে। সেখানে পৌঁছবেন পৌনে ১২টায়। থাকবেন সাড়ে ১২টা পর্যন্ত। এর পরেই হাওড়ার ডুমুরজলায় সমাবেশে অংশ নেবেন অমিত। দুপুর ১টা থেকে ২টো সমাবেশে থাকবেন অমিত। এর পরে মধ্যাহ্নভোজ বেলুড়ে এক চটকল শ্রমিকের বাড়িতে। সেখান থেকে যাবেন বেলুড় মঠে। থাকবেন সাড়ে ৩টে থেকে সওয়া ৪টে। নিউ টাউনের হোটেলে ফিরবেন ৫টায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত দলীয় বৈঠক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনাচক্রে থাকবেন অমিত। ৭টা ৩০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিগামী বিমানে উঠবেন তিনি।