মমতার শাসনে বাংলা সব দিক থেকে পিছিয়ে পড়েছে বলে দাবি অমিত শাহের। ছবি: সংগৃহীত।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ-বিক্ষোভে চললেও তা নিয়ে সকলকে আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, এ নিয়ে ভুল বোঝানো হচ্ছে আম জনতাকে। এ রাজ্যে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে শাসক তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিই যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে, তা-ও দাবি করেছেন অমিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করে তাঁর আর্জি, পাঁচ বছরের জন্য শাসন ক্ষমতায় বিজেপি এলে সোনার বাংলা গড়বেন তাঁরা। রবিবার কলকাতা সফরে এসে শহিদ মিনারের জনসভায় এমনটাই দাবি করলেন বিজেপির প্রাক্তন সভাপতি অমিত।
সিএএ-র বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ-বিক্ষোভে চললেও তা পাশ করানোর জন্য এই সভায় অমিত শাহকে অভিনন্দন জানিয়েছে রাজ্য বিজেপি। এ দিন কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের এই সভার ক্যাচলাইন ছিল ‘আর নয় অন্যায়’। অমিত শাহের সভা থেকে বাংলায় ‘অন্যায়মুক্তি’ অভিযান শুরু— এমনটাই বলছে বিজেপি। একই কথা শোনা গেল অমিতে ভাষণেও।
শহিদ মিনারের সভায় কী বলবেন অমিত শাহ? সভা শুরুর আগে থেকেই সে দিকে নজর ছিল রাজনৈতিক শিবিরের। অমিতের সফরের বহু আগে থেকেই সিএএ-এনআরসি ইস্যুতে বাংলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, মমতার মোকাবিলায় এ রাজ্যে বিজেপি এখনও পিছিয়ে রয়েছে। রাজ্য বিজেপিকে চাগিয়ে দিতে এ দিন শহিদ মিনারের জনসভা থেকে ফের সুর চড়ালেন অমিত শাহ। মমতার শাসনে দুর্নীতির বাড়বাড়ন্ত হয়েছে দাবি করা ছাড়াও সিএএ-এনআরসি নিয়েও মুখ খুললেন অমিত।
শহিদ মিনারের জনসভায় কী বললেন অমিত শাহ?
আরও পড়ুন: অমিতকে কালো পতাকা, শহরে বাম-কংগ্রেসের বিক্ষোভ
• পাঁচ বছরের জন্য বিজেপিকে সুযোগ দিন, বাংলাকে সোনার বাংলা গড়ে তুলব।
• তোলাবাজি, সিন্ডিকেট, খুন-সন্ত্রাসে বাংলা ভরে গিয়েছে।
• মমতার শাসনে বাংলা সব দিক থেকে পিছিয়ে পড়েছে।
• ভাইপো থেকে পঞ্চায়েতপ্রধান, সকলেই দুর্নীতিতে ডুবে রয়েছেন।
• আপনার বিজেপি সরকার গড়ুন, আমরা দুর্নীতিবাজদের ধরে ধরে জেলে ভরব।
• পাঁচ বছর আমাদের দিন, আমরা সোনার বাংলা তৈরি করে দেব।
• মমতাদিদি, আপনি বড়মার, অম্বেডকরের বিরোধিতা করছেন।
• নমঃশূদ্র, মতুয়ারা আপনার কী ক্ষতি করেছে মমতাদিদি?
• সিএএ-র নামে ভয় দেখানো হচ্ছে।
• সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে তৃণমূল, অভিযোগ অমিত শাহের।
• সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য, তা নেওয়ার জন্য নয়।
• সিএএ-র থেকে আপনাদের নাগরিকত্ব যাবে না।
শহিদ মিনারের জনসভায় অমিত শাহকে স্বাগত জানাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র।
• কিছু দিনের মধ্যেই অযোধ্যায় রামমন্দির তৈরি হবে।
• রামমন্দির তৈরি করার ক্ষেত্রে বাধা তৈরি করেছেন মমতা-কংগ্রেস-সপা।
• ৩৭০ অনুচ্ছেদের বিলোপ ঘটিয়েছেন মোদীজি।
• শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা পূরণ করেছেন মোদীজি।
• বিজেপির জয়যাত্রা উন্নয়নের যাত্রা।
• ৪০ জনের বেশি বিজেপি কর্মী এ রাজ্যে খুন হয়েছেন।
• মমতা বিজেপিকে রুখতে পারবেন না।
• আজকের সভা থেকে শুরু হচ্ছে আর নয় অন্যায় অভিযান।
• দিদিকে বলুন, দিদি আর নয় অন্যায়।
• কোনও রাজপুত্র বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন না। বাংলার মাটি থেকে উঠে আসা ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন।
• আজকের সভা তৃণমূলের দুবৃত্তদের বিরুদ্ধে সভা।
• যতই জুলুম করুন না কেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে নিয়েছেন।
• আগামী বিধানসভায় এ রাজ্যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, বললেন অমিত শাহ।
• ১৮ জন সাংসদ বাংলা থেকে প্রতিনিধিত্ব করছেন।
• ৪২টির মধ্যে ১৮টি আসন পাওয়ার জন্য বাংলাকে ধন্যবাদ। ১৮টি আসন দিয়ে বিজেপিকে ৩০০ পার করিয়েছে বাংলা।
• সবার আগে বাংলার মাটিকে প্রণাম।
• সভায় ভাষণ শুরু অমিত শাহের।
• সিএএ পাশে বাংলার মানুষের অবদান রয়েছে, বললেন দিলীপ ঘোষ।
• সিএএ পাশ করানোর জন্য অমিত শাহকে অভিনন্দন জানান দিলীপ।
• সভায় ভাষণ দিচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
শহিদ মিনারের জনসভায় অমিত শাহ। —নিজস্ব চিত্র।
• অমিত শাহকে স্বাগত জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
• শহিদ মিনারের মঞ্চে এলেন অমিত শাহ।
• রাহুল সিংহ বলেন, “সিএএ নিয়ে এ রাজ্যে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে।”
• বিজেপির প্রাক্তন রাজ্য রাহুল সিংহ সভায় ভাষণ দেন।
• সিএএ ঘিরে হিংসা নিয়ে মুকুল রায় বলেন, “ভারতে আগুন লাগানোর চেষ্টা চলছে।”
• জনসভায় ভাষণ দিচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়।
• সিএএ-র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিলেন রূপা।
• শহিদ মিনারের জনসভায় ভাষণ বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের।
অমিত শাহের সভা ঘিরে বিজেপি কর্মী-সমর্থকের ঢল নামলেও শহর জুড়েই বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাম-কংগ্রেস। অন্য দিকে, সভার সমর্থনে মিছিল করেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। অমিত ছাড়াও শহিদ মিনারের জনসভায় উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতারা।
এই মুহূর্তে দেখে নিন শহিদ মিনারের জনসভার ছবি, সরাসরি:
বিক্ষোভে রাজনৈতিক দল ছাড়াও শহরের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ মানুষেরাও শামিল হয়েছেন। শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজটের সমস্যায় যাতে সাধারণ মানুষের যাতে হয়রানি না হয়, সে দিকে সতর্ক দৃষ্টি রয়েছে পুলিশ-প্রশাসনের।