Mithun Chakraborty

বিজেপির প্রচারে ঝাড়খণ্ডে মিঠুন, মঞ্চে ওঠার আগেই মানিব্যাগ ‘চুরি’ সহকারীর, মালিকানা নিয়ে জল্পনা

মিঠুন চক্রবর্তী আসছেন বলে পুলিশি নিরাপত্তা পর্যাপ্তই ছিল। মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা। এর মধ্যে তাঁর সহকারীর মানিব্যাগ খোয়া গিয়েছে খবরে অস্বস্তি তৈরি হয় বিজেপি শিবিরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২০:৩৭
Share:

রটে যায় মিঠুন চক্রবর্তীরই মানিব্যাগ খোয়া গিয়েছে। — ফাইল চিত্র।

ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটগ্রহণ বুধবার। দ্বিতীয় দফায় ভোট ২০ নভেম্বর। সেই দফায় ভোট রয়েছে নিসায়। ওই আসনে বিজেপির হয়ে প্রচারে গিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে সভামঞ্চে ওঠার আগে মিঠুনের সহকারী সঞ্জয় বর্মার মানিব্যাগ খোয়া যায়। তবে সেটি চুরি হয়েছে, না কি ঠেলাঠেলির মধ্যে পড়ে গিয়েছে, তা নিয়ে নিশ্চিত নন সঞ্জয়। অন্য দিকে, মানিব্যাগের মালিকানা সঞ্জয়ের না কি স্বয়ং মিঠুনের, তা নিয়ে তৈরি হয় জল্পনা।

Advertisement

এই জল্পনার পিছনে কারণও রয়েছে। সভামঞ্চ থেকেই প্রচার হয় যে, মিঠুনের মানিব্যাগ খোয়া গিয়েছে। জানা গিয়েছে, মিঠুন আসবেন শুনে ধানবাদের কাছে নিসায় জনসমাগম ভালই হয়েছিল। গাড়ি থেকে নামার পরেই ঠেলাঠেলি শুরু হয়ে যায়। তখনই সঞ্জয় খেয়াল করেন তাঁর পকেটে মানিব্যাগ নেই। এর পরে স্থানীয় পুলিশ এবং বিজেপি কর্মীদের বিষয়টা জানান তিনি। তখনই এক স্থানীয় বিজেপি নেতা মঞ্চ থেকেই ঘোষণা করেন, “যো ভি মিঠুনদা কা মানিব্যাগ লিয়া হ্যায়, ওহ আকে লওটা দিজিয়ে। উস মে মিঠুনদা কা জরুরি কাগজ় হ্যায়।’’ জরুরি কাগজপত্র থাকা মিঠুনের মানিব্যাগ খোয়া গিয়েছে ঘোষণার পরেও অবশ্য তা পাওয়া যায়নি। এ নিয়ে সঞ্জয় বলেন, ‘‘আমার ব্যাগে খুব বেশি টাকাপয়সা যে ছিল তা নয়। তবে আধার কার্ড এবং ব্যাঙ্কের ডেবিট কার্ড ছিল। নিয়ম মেনেই পুলিশে জানাতে হয়েছে।’’ আর মিঠুনের মানিব্যাগ খোয়া গিয়েছে বলে যে জল্পনা তা নিয়ে সঞ্জয়ের দাবি, গোটাটাই ভুল বোঝাবুঝিতে হয়েছে।

মিঠুন আসছেন বলে পুলিশি নিরাপত্তা পর্যাপ্তই ছিল। মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা। এর মধ্যে মিঠুন অথবা তাঁর সহকারীর মানিব্যাগ খোয়া গিয়েছে, এই খবরে অস্বস্তি তৈরি হয় বিজেপি শিবিরে। নেতারাও খোঁজখবর নেন বলে জানা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement