তৃণমূলের নেতা অভিযুক্ত

পুলিশের উপরে শাসকদলের দাদাগিরির বিরাম নেই। লেকটাউন, আলিপুর ঘুরে সেই রোগ ছড়িয়েছিল জেলার চাঁপদানি, বাগদা, বোলপুর। সেই তালিকায় এ বার ঢুকে পড়ল ঘুটিয়ারি শরিফ। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারির বাঁশরার রাস্তায় জিপ নিয়ে যাচ্ছিলেন সিআই (ক্যানিং) রতন চক্রবর্তী। পিছনেই ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য, তৃণমূলের কাশেম সর্দার। বার কয়েক হর্ন দিলেও সরু রাস্তায় পঞ্চায়েত সদস্যের গাড়িকে পাশ কাটিয়ে যেতে দেওয়ার সুযোগ ছিল না পুলিশকর্তার।

Advertisement
শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০৩:০৯
Share:

পুলিশের উপরে শাসকদলের দাদাগিরির বিরাম নেই। লেকটাউন, আলিপুর ঘুরে সেই রোগ ছড়িয়েছিল জেলার চাঁপদানি, বাগদা, বোলপুর। সেই তালিকায় এ বার ঢুকে পড়ল ঘুটিয়ারি শরিফ। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারির বাঁশরার রাস্তায় জিপ নিয়ে যাচ্ছিলেন সিআই (ক্যানিং) রতন চক্রবর্তী। পিছনেই ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য, তৃণমূলের কাশেম সর্দার। বার কয়েক হর্ন দিলেও সরু রাস্তায় পঞ্চায়েত সদস্যের গাড়িকে পাশ কাটিয়ে যেতে দেওয়ার সুযোগ ছিল না পুলিশকর্তার। তাতেই খেপে ওঠেন কাশেম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধুলো উড়িয়ে পুলিশের জিপটির পাশ কাটিয়ে তার সামনেই গাড়ি দাঁড় করান কাশেম। শুরু হয় গালিগালাজ। রতনবাবু তার প্রতিবাদ করায় গাড়ি থেকে নেমে মারমুখী হয়ে ওঠেন কাশেমরা। তখনকার মতো মিটমাট হয়ে গেলেও খানিক পরে কাশেম অনুগামীদের নিয়ে আইসি-র দফতরে চড়াও হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement