Zoo

চিড়িয়াখানা খুলছে ২ অক্টোবর, খুলবে ইকো-টুরিজম, জাতীয় উদ্যান, পার্কও

গত ১৭ মার্চ থেকে করোনার কারণে রাজ্যের চিড়িয়াখানা, পার্ক, জাতীয় উদ্যানগুলি বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৯
Share:

খোলার অপেক্ষায় আলিপুর চিড়িয়াখানা। ফাইল চিত্র।

নিউ নর্মালে খুলে যাচ্ছে চিড়িয়াখানা। আগামী ২ অক্টোবর থেকে রাজ্যের সমস্ত চিড়িয়াখানা খুলে দেওয়া হচ্ছে দর্শকদের জন্য। তার আগে অবশ্য ২৩ সেপ্টেম্বর থেকেই খুলবে জাতীয় উদ্যান, পার্কস অ্যান্ড গার্ডেন্স এবং ইকো টুরিজম সেন্টার।

Advertisement

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, “করোনার আদর্শ নিয়ম বিধি মেনেই চিড়িয়াখানা, জাতীয় উদ্যান খুলে দেওয়া হচ্ছে। ১৫ দিন পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তার পর পরবর্তী সিদ্ধান্ত।”

গত ১৭ মার্চ থেকে করোনার কারণে রাজ্যের চিড়িয়াখানা, পার্ক, জাতীয় উদ্যানগুলি বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে পরিবহণ থেকে শুরু করে হোটেল, রেস্তরাঁ সবই খুলেছে। সে কথা মাথায় রেখে এ বার দর্শকদের জন্য রাজ্যের বন দফতরের অধীনে থাকা চিড়িয়াখানা, পার্কগুলি খুলে দেওয়া হচ্ছে। তবে সে ক্ষেত্রে আদর্শ নিয়ম বিধি জারি করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র কেশপুর, মৃত কিশোর-সহ দুই

অন-লাইনে টিকিট বুকিং করতে হবে। দূরত্ব বিধি এবং মাস্ক পরতেই হবে। জাতীয় উদ্যানগুলির ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। এখনই হাতি সাফারি চালু হচ্ছে না জঙ্গলে। গাড়ির মধ্যে একটি সিট ছেড়ে বসতে হবে পর্যটকদের।

ইকো-টুরিজম সেন্টারগুলিতে মোট ধারণ ক্ষমতার ৩০ শতাংশের বেশি পর্যটকদের রাখা যাবে না। একই নিয়ম বলবৎ থাকবে চিড়িয়াখানাতেও। ইকো-টুরিজমে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে খোলা জায়গায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement