প্রয়াত সোমেন মিত্রের জন্মদিনে তাঁর বাড়িতে শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।
মৃত্যুর পরে এটাই ছিল তাঁর প্রথম জন্মদিন। প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে সেই অবসরে স্মরণ করতে রং ভুলে মিশে গেল রাজ্যের সব রাজনৈতিক দল। সোমেনবাবুর পুরনো বাড়ির এলাকা আমহার্স্ট স্ট্রিট এবং বৌবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে বৃহস্পতিবার দু’টি আলাদা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল প্রয়াত নেতার অনুগামী ও পরিজনদের উদ্যোগে। বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত ওই দু’টি অনুষ্ঠান ও স্মরণের মঞ্চে ভাগাভাগি করে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, তৃণমূল নেতা কুণাল ঘোষ, সিপিএমের বিধায়ক তন্ময় ভট্টাচার্য প্রমুখ। দিল্লিতেই সোমেনবাবুর ছবিতে মালা দিয়ে তাঁর ‘রাজনৈতিক অভিভাবক’কে স্মরণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আবার সোমেনবাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর লোয়ার রডন স্ট্রিটের বাড়িতে গিয়ে প্রয়াত নেতার স্ত্রী, প্রাক্তন বিধায়ক শিখা মিত্র ও পুত্র রোহনের সঙ্গে দেখা করেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারী। ছিলেন রীতেশ তিওয়ারি ও শঙ্কুদেব পণ্ডাও। রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়ে বেশি ব্যক্তি সোমেনবাবুকেই এ দিন স্মরণ করেছেন সকলে।