SUCI

দেবপ্রসাদকে শ্রদ্ধা জানাতে সব দল

বাম জমামায় জয়নগর থেকে একটানা ৩৪ বছরের বিধায়ক দেবপ্রসাদবাবু প্রয়াত হন মঙ্গলবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ০৬:১০
Share:

বিধানসভায় শ্রদ্ধা জ্ঞাপন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও অন্য বিধায়কদের। নিজস্ব চিত্র।

এসইউসি-র টানা ৭ বারের প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ সরকারের শেষ যাত্রায় মিলে গেল প্রায় সব দল। বাম জমামায় জয়নগর থেকে একটানা ৩৪ বছরের বিধায়ক দেবপ্রসাদবাবু প্রয়াত হন মঙ্গলবার। তাঁর মরদেহ বৃহস্পতিবার লেনিন সরণিতে এসইউসি-র কেন্দ্রীয় দফতরে আনা হলে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রবীন দেব, আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সিপিআই (এম-এল) লিবারেশের বাসুদেব বসু প্রমুখ। ছিলেন প্রভাস ঘোষ, সৌমেন বসু, চণ্ডীদাস ভট্টাচার্য-সহ এসইউসি-র নেতৃত্ব। এর পরে মিছিল করে ধর্মতলা হয়ে প্রয়াত প্রাক্তন বিধায়কের দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে শ্রদ্ধা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সরকার পক্ষের উপ-মুখ্য সচেতক তাপস রায়, তৃণমূলের অপূর্ব সরকার, বিজেপির শঙ্কর ঘোষ প্রমুখ বিধায়ক। বিধানসভা থেকে জয়নগরে দলের দফতর ঘুরে দক্ষিণ বিষ্ণুপুর শ্মশানে দেবপ্রসাদবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement