Raigunj AIIMS

রায়গঞ্জে এম্‌স ‘বিবেচনাধীন’

এখনও বিবেচনায় রয়েছে রায়গঞ্জে এম্স তৈরির বিষয়টি, মঙ্গলবার সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৪ ০৮:৫৩
Share:
Representative Image

—প্রতীকী ছবি।

এখনও বিবেচনায় রয়েছে রায়গঞ্জে এম্স তৈরির বিষয়টি, মঙ্গলবার সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল। সংসদের চলতি অধিবেশনে মঙ্গলবার বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গ তুলে বলেছেন, উত্তরপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীরে দু’টি করে এম্‌স রয়েছে। এই পরিস্থিতিতে বাংলা, বিশেষত উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে কল্যাণীর পাশাপাশি রায়গঞ্জেও এম্স তৈরি হবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন শমীক। সেই সঙ্গে রায়গঞ্জের বদলে কল্যাণীতে এম্স তৈরির নেপথ্যে রাজ্যের বিরুদ্ধে ‘অহং ও রাজনীতির’ অভিযোগও করেছেন তিনি। শমীকের প্রশ্নের উত্তরে অনুপ্রিয়া জানান, রায়গঞ্জে এম্স তৈরির বিষয়টি খারিজ হয়নি, তা বিবেচনায় রয়েছে। পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ তৈরির বিষয়ে রাজ্য প্রস্তাব দিলে কেন্দ্র সেটাও বিবেচনা করবে বলে মন্ত্রী জানিয়েছেন। শমীকের অন্য একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বন্দর ও জল পরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ‘সাগরমালা’ প্রকল্পে রাজ্যে মোট ৯টি প্রকল্প রয়েছে। এর মধ্যে ৬টির কাজ শেষ হয়েছে, ৩টির কাজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement