সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। —ফাইল চিত্র।
রাজ্যে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় অংশগ্রহণ করার জন্য সিপিএমকে আমন্ত্রণ জানাল কংগ্রেস। সূত্রের খবর, বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর রবিবার ফোন করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গেও সেলিমের কথা হয়েছে। আগামী সপ্তাহে রাহুলের যাত্রা যখন উত্তরবঙ্গে ঢুকবে, সে সময়ে সিপিএম নেতাদের শামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। সেলিম তাঁদের জানিয়েছেন, আগামী ২৭ থেকে ৩০ জানুয়ারি দলের প্রথম সারির নেতারা তিরুঅনন্তপুরমে থাকবেন কেন্দ্রীয় কমিটির বৈঠকের জন্য। তবে ‘ন্যায় যাত্রা’র দিনক্ষণ তাঁদের কাছে এলে জেলা নেতৃত্বকে প্রতিনিধিত্ব করতে বলা হবে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস ‘ন্যায় যাত্রা’য় না থাকলে পরবর্তী পর্যায়ে মালদহ বা মুর্শিদাবাদে রাহুলের সঙ্গে সেলিম নিজেই থাকতে পারেন।
বাংলায় রাহুলের যাত্রায় শাসক দল তৃণমূল যোগ দেবে কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। একটি সূত্রের ইঙ্গিত, দিল্লির কংগ্রেস নেতৃত্ব চেষ্টা চালাচ্ছেন তৃণমূলকে পাশে পাওয়ার। প্রদীপবাবুকে সিপিএম অবস্থান ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছে, তৃণমূলের সঙ্গে প্রত্যক্ষা বা পরোক্ষ কোনও সংস্রব রাখা তাদের পক্ষে সম্ভব নয়। তবে ‘ন্যায় যাত্রা’ নিয়ে তাদের কোনও আপত্তি বা সমস্যা নেই। প্রদীপবাবু, মিতা চক্রবর্তী, তুলসী মুখোপাধ্যায়েরা এ দিনই দক্ষিণ কলকাতায় মিছিল করেছেন ‘ন্যায় যাত্রা’কে সফল করার ডাক দিয়ে। যাত্রাকে সমর্থন করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশিই, অসমে ‘ন্যায় যাত্রা’য় বিজেপির হামলার প্রতিবাদে পার্ক সার্কাসে পথে নেমেছিলেন কংগ্রেসের নেতা-কর্মীরা।