West Bengal Lockdown

কৃষক, ক্ষেতমজুরদের ক্ষতিপূরণের দাবি

বিভিন্ন কৃষক ও ক্ষেতমজুর সংগঠন নানা কর্মসূচি নিয়েছিল এ দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২০ ০৫:৪৪
Share:

কৃষক ও খেতমজুর সংগঠনের প্রতিবাদ।—নিজস্ব চিত্র।

লকডাউনের মধ্যে এমনিতেই কৃষক ও গ্রামীণ মজুরেরা সঙ্কটে। তার উপরে রাজ্যে ‘আমপান’-এর জেরে ক্ষতি হয়েছে কৃষির। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে কৃষিজীবিদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে বুধবার লকডাউনের বিধি মেনেই জেলায় জেলায় প্রশাসনিক দফতরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাল এবং দাবিপত্র জমা দিল কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি। ওই কমিটির অন্তর্ভুক্ত বিভিন্ন কৃষক ও ক্ষেতমজুর সংগঠন নানা কর্মসূচি নিয়েছিল এ দিন। সিপিএমের কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের দুই রাজ্য সম্পাদক অমল হালদার ও অমিয় পাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দাবি করেছেন, অধিকাংশ ক্ষেত্রে চাষের খরচ (অর্থ ও শ্রমের মূল্যের হিসেবে) যে হেতু বহন করেছেন চুক্তি চাষি, তাই ক্ষতিপূরণ তাঁদেরও প্রাপ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement