গোবিন্দ রায়
ফসলের সহায়ক মূল্য নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন, কৃষিতে বহুজাতিক সংস্থার অনুপ্রবেশ বন্ধ করা-সহ একগুচ্ছ দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনের কর্মসূচি নিল অগ্রগামী কিষাণ সভা। আগামী জুন থেকে সেপ্টেম্বর ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির পরে নবান্ন অভিযানেরও ডাক দিয়েছে তারা। বীরভূমের রামপুরহাটে ফরওয়ার্ড ব্লকের এই কৃষক সংগঠনের দশম রাজ্য সম্মেলনে মোট ১১ দফা প্রস্তাব গৃহীত হয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক ও রাজ্য সভাপতি হয়েছেন ফ ব-র দুই প্রাক্তন বিধায়ক যথাক্রমে গোবিন্দ রায় ও হরিপদ বিশ্বাস। সম্মেলনে সংগঠনের ৫১ জনের নতুন রাজ্য কমিটি তৈরি হওয়ার পাশাপাশি ৭১ জন রাজ্য কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন।