অগ্রগামী কিসান সভার সম্মেলনে গোবিন্দ রায়। —নিজস্ব চিত্র।
অগ্রগামী কিসান সভার সর্বভারতীয় সভাপতি হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় এবং সাধারণ সম্পাদক হলেন অন্ধ্রপ্রদেশের পি ভি সুন্দর রামারাজু। পটনায় ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠনের দশম সর্বভারতীয় সম্মেলন থেকে ১৫ সদস্যের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী এবং ৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটিও নির্বাচিত হয়েছে। তিন দিনের সম্মেলনের শেষ দিনে, মঙ্গলবার নতুন কমিটি নির্বাচনের পাশাপাশা সিদ্ধান্ত হয়েছে, আলাদা কৃষি বাজেট, ফসলের ন্যায্যমূল্য-সহ একগুচ্ছ বিষয়কে সামনে রেখে আগামী ২ এপ্রিল দাবি দিবস হিসেবে পালন করা হবে। রাজ্যে রাজ্যে সে দিনের কর্মসূচি ঠিক করতে আগামী ৯-১০ ফেব্রুয়ারি নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি বৈঠকে বসবে। পটনায় সম্মেলনে ১৭টি রাজ্যের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। ফ ব-র সাধারণ সম্পাদক জি দেবরাজন সেখানে যোগ দিয়ে ব্যাখ্যা করেছেন, দেশের প্রায় ৬০% মানুষ কৃষিজীবি। নানা পথে কৃষি ক্ষেত্রে পুঁজির প্রবেশ ঘটলেও এই ক্ষেত্রের জন্য আলাদা কোনও বাজেট নেই। তাঁদের দাবি, পৃথক বাজেট বরাদ্দ করে কেন্দ্রীয় সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কৃষকদের সুরাহা করতে হবে।