প্রতীকী ছবি।
রাজ্য সরকারি পোর্টালের মাধ্যমে বহু অনলাইন পরিষেবা মিলছে না। উপভোক্তারা সামাজিক সুরক্ষার নানা সুবিধা পাচ্ছেন না। এই অভিযোগে রাজ্য সরকারের আয়োজিত শ্রমিক মেলা বয়কটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এ বার ওই অভিযোগেই কলকাতায় শ্রমিক মেলায় বিক্ষোভ দেখাল সিটু, আইএনটিইউসি-সহ শ্রমিক সংগঠনগুলি। এন্টালির রামলীলা ময়দানে শ্রমিক মেলা চলাকালীন ফটকের সামনে শুক্রবার বেশ কিছু ক্ষণ বিক্ষোভ চলে। পরে মেলায় শ্রমমন্ত্রী মলয় ঘটক অবশ্য দাবি করেছেন, বাম আমলের চেয়ে তৃণমূলের জমানায় শ্রমিকদের সুরক্ষা প্রকল্প ও সুযোগ-সুবিধা অনেক বেড়েছে। প্রকল্পের আওতায় এসেছেন আগের চেয়ে অনেক বেশি শ্রমিক।