সমুদ্র থেকে ঝোড়ো হাওয়া বন্ধ। ফের তাপপ্রবাহের মুখোমুখি রাঢ়বাংলা।
সোমবার পর্যন্ত ঝোড়ো হাওয়া আর কালবৈশাখীর মতো পরিস্থিতিতে গোটা দক্ষিণবঙ্গেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম। তাপমাত্রা যে চড়ছে, তা বোঝা গিয়েছিল সোমবারেই। মঙ্গলবার সকাল থেকে ঝোড়ো হাওয়া বন্ধ হতেই তাপমাত্রা লাফিয়ে বেড়েছে। বাঁকুড়া ও আসানসোলে তা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। বীরভূম ও বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও ৩৬ ডিগ্রির সীমা ছাড়ায়নি।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ওড়িশার বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ চলছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রি। বঙ্গোপসাগর থেকে তীব্র ঝোড়ো বাতাস পরিমণ্ডলে ঢুকে পড়ায় তা ওই গরম বাতাসকে দক্ষিণবঙ্গে আসতে দিচ্ছিল না। এ দিন ঝোড়ো বাতাস বন্ধ হতেই ওড়িশা থেকে গরম বাতাস ঢুকেছে রাঢ়বাংলায়। হাওয়া অফিসের সতর্কবার্তা: সেই গরম বাতাসের রেশ এসে পড়তে পারে কলকাতাতেও। আবহবিদেরা বলছেন, শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে। তার পরে ফের বঙ্গোপসাগর থকে ঝোড়ো হাওয়া ঢোকার পরিস্থিতি তৈরি পারে। তখন আবার বাধা পাবে গরম বাতাস। উত্তপ্ত ওড়িশা-ঝাড়খণ্ড জন্ম দিতে পারে কালবৈশাখীরও।