Mamata Banerjee

‘পশ্চিমবঙ্গ দিবস’-এর পর জাতীয় সঙ্গীতের আদলে এ বার তৈরি হবে ‘রাজ্য সঙ্গীত’

বিধানসভা সূত্রে খবর, ‘রাজ্য সঙ্গীত’ বাছাইয়ের ক্ষেত্রে কমিটি গঠন করেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ১৯:৩১
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

‘পশ্চিমবঙ্গ দিবস’-এর পর এ বার জাতীয় সঙ্গীতের আদলে তৈরি হবে রাজ্যের নিজস্ব সঙ্গীত। সোমবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিভিন্ন রাজ্যের নিজস্ব সঙ্গীত রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন কোনও সঙ্গীত নেই। একটা জাতীয় সঙ্গীত গোটা দেশের জন্য প্রযোজ্য। তবে অন্য রাজ্যের ক্ষেত্রে নিজের সঙ্গীত রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন যদি কোনও সঙ্গীত হয়, তা হলে ভালই হয়।” বিধানসভা সূত্রে খবর, এই সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কয়েকটি গানও মাথায় এসেছে কর্তৃপক্ষের। তবে এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ তাঁরা। বিধানসভা সূত্রে খবর, 'রাজ্য সঙ্গীত' বাছাইয়ের ক্ষেত্রে কমিটি গঠন করেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Advertisement

উল্লেখ্য, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তীশগঢ়, গুজরাত, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, পুদুচেরি, তামিলনাড়ু ও উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির ‘রাজ্য সঙ্গীত’ রয়েছে। এ ক্ষেত্রে সে ভাবে বাংলারও 'রাজ্য সঙ্গীত' থাকা প্রয়োজন বলেই মনে করেছেন স্পিকার বিমান। ঘটনাচক্রে, সোমবার বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটি ১ বৈশাখকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করেছে। কমিটির সিদ্ধান্ত নেওয়ার পর তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি অনুমোদন দিলেই আগামী বছর থেকে রাজ্যে পালিত হবে 'পশ্চিমবঙ্গ দিবস'।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement