আজ ব্রাহ্মণবাড়ে অধীর

পিংলার ব্রাক্ষ্মণবাড়ের বিস্ফোরণস্থল পরিদর্শনে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী। আজ, সোমবার দুপুরে তিনি এলাকা পরিদর্শন করবেন। থাকবেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। গত ৬ মে রাতে বিস্ফোরণ হয় ব্রাহ্মণবাড়ে। মৃত্যু হয় ১২ জনের। জখম হয় ৪ জন। গত বৃহস্পতিবার দুপুরে ভস্মীভূত বাজি কারখানা চত্বরে ফের বোমা ফাটার শব্দ পাওয়া যায়। ধিকিধিকি আগুন জ্বলতেও দেখা যায়। বিস্ফোরণস্থলেই ফের কেন বিস্ফোরণ, এই প্রশ্নে তেতে সরগরম হয়ে ওঠে রাজ্য- রাজনীতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০৩:২৬
Share:

পিংলার ব্রাক্ষ্মণবাড়ের বিস্ফোরণস্থল পরিদর্শনে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী। আজ, সোমবার দুপুরে তিনি এলাকা পরিদর্শন করবেন। থাকবেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। গত ৬ মে রাতে বিস্ফোরণ হয় ব্রাহ্মণবাড়ে। মৃত্যু হয় ১২ জনের। জখম হয় ৪ জন। গত বৃহস্পতিবার দুপুরে ভস্মীভূত বাজি কারখানা চত্বরে ফের বোমা ফাটার শব্দ পাওয়া যায়। ধিকিধিকি আগুন জ্বলতেও দেখা যায়। বিস্ফোরণস্থলেই ফের কেন বিস্ফোরণ, এই প্রশ্নে তেতে সরগরম হয়ে ওঠে রাজ্য- রাজনীতি।

Advertisement

পুলিশের অবশ্য বক্তব্য, ঘেরা এলাকায় তুবড়ি বা পটকার মধ্যে বারুদ হয়তো থেকে গিয়েছিল। প্রচণ্ড গরমে সেটাই ফেটে গিয়েছে। শনিবারই তড়িঘড়ি বিস্ফোরণস্থল সাফসুতরো করা হয়েছে। দাহ্যবস্তুমুক্ত করা হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া বলেন, “সোমবার অধীর চৌধুরী পিংলার ব্রাহ্মণবাড়ে আসবেন। বিস্ফোরণস্থল পরিদর্শন করবেন।” ইতিমধ্যে এনআইএ তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। জেলা কংগ্রেস সভাপতি বিকাশবাবুরও দাবি, “পিংলার ক্ষেত্রে সত্যিটা চাপা দেওয়ার চেষ্টা চলছে। এনআইএ তদন্ত হলেই সব সামনে আসবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement