Silicon Valley

সিলিকন ভ্যালিতে ডেটা সেন্টার গড়বে আদানি গোষ্ঠী, জমি দিল রাজ্য সরকার

রাজ্যে প্রথম বিনিয়োগ করছে আদানি গোষ্ঠী। সল্টলেকের সেক্টর ফাইভের সিলিকন ভ্যালির ফেজ-৩-তে জমি দেওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১৬:৩২
Share:

সিলিকন ভ্যালিতে ডেটা সেন্টার গড়বে আদানি গোষ্ঠী। সেই কারণে তাদের জমি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই আদানি গোষ্ঠীকে জমি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সল্টলেকের সেক্টর ফাইভের সিলিকন ভ্যালির ফেজ-৩-এ জমি দেওয়া হচ্ছে। সেখানে আদানি এন্টারপ্রাইজ বেঙ্গল টেক ডেটা সেন্ট্রাল পার্ক তৈরি করবে। হিডকোর কাছে জমির জন্য আবেদন করেছিল আদানি গোষ্ঠী। সেই আবেদন অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদানিদের ৫১.৭৫ একর জমি দেওয়া হচ্ছে। তবে এই প্রকল্পে কী পরিমাণ কর্মসংস্থান বা বিনিয়োগ হবে, তা নিয়ে কিছু বলেননি পার্থ। কার্যত, এই উদ্যগের মাধ্যমে রাজ্যে প্রথম বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী।

Advertisement

এ ছাড়াও, দুর্গাপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাইকেল হাব করা হবে বলেও জানিয়েছেন পার্থ। এই বিষয়টিও মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন তিনি। চারটি সংস্থাকে পাঁচ একর করে জমি দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ইউনিরক্স নামে একটি সাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে পাঁচ একর জমি দেওয়া হচ্ছে। তারা ১০ কোটি টাকা বিনিয়োগ করে সাইকেল তৈরির কারখানা গড়বে। সেখানে কর্মসংস্থান হবে ১৫০ জনের। ওই শিল্পোদ্যানে মিলাপ, লুনা টায়ার, ক্রিপটন নামে সাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানকগুলিকেও জমি দেওয়া হচ্ছে। তারাও পাঁচ একর জমি পাবে। বিনিয়োগ করবে ১০ কোটি টাকা করে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement