Kailash Vijayvargiya

Kailash Vijayvargiya: যৌন হেনস্থার মামলায় কৈলাসের রক্ষাকবচের মেয়াদ আরও পাঁচ দিন বাড়াল হাই কোর্ট

যৌন হেনস্থার মামলায় কৈলাস বিজয়বর্গীয়ের আগাম জামিনের আবেদনের ভিত্তিতে শুনানি মঙ্গলবার হবে সুপ্রিম কোর্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৩:০৭
Share:

যৌন হেনস্থার অভিযোগের মামলায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের রক্ষাকবচের মেয়াদ আরও পাঁচ দিন বাড়াল কলকাতা হাই কোর্ট

যৌন হেনস্থার অভিযোগের মামলায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের রক্ষাকবচের মেয়াদ আরও পাঁচ দিন বাড়াল কলকাতা হাই কোর্ট। সোমবারের শুনানিতে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কৈলাসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এ ছাড়াও এই মামলায় অভিযোগকারিণীর যে বয়ান সংগ্রহ করা হয়েছে এখনও পর্যন্ত, তা আদালতকে জানায় পুলিশ।
২০১৮ সালে দলেরই এক নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল কৈলাস-সহ গেরুয়া শিবিরের কয়েক জন নেতার বিরুদ্ধে। তাঁদের মধ্যে রয়েছেন আরএসএস নেতা প্রদীপ জোশী এবং জিষ্ণু বসু। অভিযোগ ওঠার পর গ্রেফতার হন বিজেপি-র প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক অমল চট্টোপাধ্যায়। ওই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে পুজোর মধ্যে কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৈলাস, প্রদীপ ও জিষ্ণুরা।

Advertisement

সোমবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। আগাম জামিনের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তা মাথায় রেখেই বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বিচারপতি দেবাংশু বসাক এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement