Anubrata Mondal

দুর্ঘটনায় কেষ্টর কনভয়! নিয়ন্ত্রণ হারিয়ে মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ি ধাক্কা দিল লরিকে

দুর্ঘটনার কবলে পড়ল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কনভয়। কনভয়ের একটি গাড়ি ধাক্কা দিল পিছন দিক থেকে আসা একটি লরিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৭
Share:
অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল। —ফাইল ছবি।

দুর্ঘটনার কবলে পড়ল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কনভয়। কনভয়ের একটি গাড়ি ধাক্কা দিল পিছন দিক থেকে আসা একটি লরিকে।

Advertisement

বুধবার বীরভূমের মহম্মদবাজারে ১৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। বিকেলে মহম্মদবাজার ব্লক অফিসের দিকে যাওয়ার পথে সংঘর্ষের ঘটনা ঘটে। কনভয়ের মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা দেয়।

তৃণমূল সূত্রে খবর, সংঘর্ষে গাড়িটির সামান্য ক্ষতি হয়েছে। অল্প চোট পেয়েছেন এক মহিলা নিরাপত্তারক্ষী। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। অনুব্রতের গাড়িরও কোনও ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর কনভয় নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশেই রওনা দিয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়িটি কেন নিয়ন্ত্রণ হারাল, দেখা হচ্ছে তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement