Abhishek Banerjee Meeting

তালিকা যাচাইয়ে কাল কাঠামো আর দায়িত্ব দিতে বৈঠকে অভিষেক

দলীয় সূত্রে খবর, একেবারে বুথ পিছু দলের প্রতিনিধি (বুথ লেভেল এজেন্ট) নিয়োগ করে অঞ্চলের তালিকা যাচাইয়ের পরিকল্পনা করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৮:১৬
Share:
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রাশ হাতে নিতে ফের সক্রিয় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের যে কাজ শুরু হয়েছে, তা আরও ‘বৈজ্ঞানিক ও কার্যকর’ করতে নির্দিষ্ট পদ্ধতি জানিয়ে দিতে পারেন তিনি। সে ক্ষেত্রে একেবারে মাথা থেকে পা পর্যন্ত সমন্বয়েই জোর দেওয়া হচ্ছে।

দলের জনপ্রতিনিধি ও পদাধিকারীদের সঙ্গে কাল, শনিবার অনলাইন বৈঠক করবেন অভিষেক। ভোটার তালিকা সংশোধনের বিষয়টি সামনে রেখে এই বৈঠক ডাকা হলেও দীর্ঘ দিন পরে মাথা থেকে পা পর্যন্ত তৃণমূলের সব স্তরের নেতাদের মুখোমুখি হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিশা দেবেন বলেও মনে করছে দলের বড় অংশ।

দলীয় সূত্রে খবর, একেবারে বুথ পিছু দলের প্রতিনিধি (বুথ লেভেল এজেন্ট) নিয়োগ করে অঞ্চলের তালিকা যাচাইয়ের পরিকল্পনা করা হয়েছে। তার উপরে ব্লক কমিটিগুলি ও জেলা কমিটিও এক জন করে বিশেষ সমন্বয়ক নিয়োগ করে এই গোটা কাজটি পরিচালনা করবে। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য স্তরে যে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন, তাঁদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল এই সংক্রান্ত প্রথম বৈঠকে। সেই সূচি বদল করে কার জন্য কোথায় কাজ করা সুবিধাজনক, তা বিবেচনা করে তালিকা জানানোর কথা অভিষেকের।

যে ভোটার তালিকা সংশোধনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তা নিয়ে ঠিক কোন কৌশল অভিষেক জানাবেন, তা-ই দলের নেতাদের কাছে প্রধান কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, নেতাজি ইন্ডোরের সভায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরে সেই কাজের প্রথম পর্যায় এগিয়ে গিয়েছে।

অভিষেকের বৈঠকে সাংসদ থেকে পঞ্চায়েত সমিতি এবং রাজ্য সভাপতি থেকে ব্লক সভাপতি পর্যন্ত সব স্তরের নেতাদের ডাকায় তৃণমূলের অন্দরে কর্তৃত্বের চর্চাও মাথা তুলেছে। কারণ, দীর্ঘ দিন সাংগঠনিক কাজ থেকে সরে থাকার পরে সংগঠন নিয়ে তিনি নতুন কোনও বার্তা দিতে পারেন বলেও মনে করছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন