Abhishek Banerjee

পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী কারা হবেন তা দল ঠিক করবে না, অভিষেক স্পষ্ট করলেন বাছাই পদ্ধতি

পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন নিয়ে গোড়া থেকেই একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। জানিয়ে দিয়েছেন, কোনও নেতার পছন্দের প্রার্থীকে ভোটের টিকিট দেওয়া হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ২১:০৮
Share:
TMC leader Abhishek Banerjee

খড়্গপুরের জনসভা থেকে অভিষেক ঘোষণা করেছিলেন, পঞ্চায়েতে কোনও নেতার পছন্দের প্রার্থীকে টিকিট দেওয়া হবে না। — ফাইল চিত্র।

পঞ্চায়েত ভোটে কীসের ভিত্তিতে প্রার্থী বাছবে তৃণমূল? বুধবার তার কিছুটা ইঙ্গিত দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘প্রার্থী কারা হবেন, তা তৃণমূল ঠিক করবে না।’’ তবে কী ভাবে মনোনয়ন? অভিষেক জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের প্রার্থী ঠিক করবেন জনগণ। এ-ও জানিয়েছেন যে, খুব তাড়াতাড়ি সেই পদ্ধতি দেখা যাবে।

Advertisement

বুধবার বাঁকুড়ার ওন্দায় জনসভা ছিল অভিষেকের। সেখানেই পঞ্চায়েত ভোটে প্রার্থী দেওয়া প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘আপনারা ভাবছেন তো তৃণমূল ঠিক লোককে দাঁড় করাবে কি না। সেই প্রার্থী ভবিষ্যতে ভাল কাজ করবে কি না! আপনারা জেনে রাখুন, পঞ্চায়েত ভোটের প্রার্থী কোনও নেতা ঠিক করবেন না। ঠিক করবেন আপনারা। আপনাদের পছন্দ করা প্রার্থীকেই বেছে নেওয়া হবে। দু’তিন দিনের মধ্যেই সেটা দেখতে পাবেন।’’

পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন নিয়ে অবশ্য গোড়া থেকেই একটি বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক। এর আগে খড়্গপুরের জনসভা থেকে অভিষেক ঘোষণা করেছিলেন, পঞ্চায়েতে কোনও নেতার পছন্দের প্রার্থীকে টিকিট দেওয়া হবে না। বিশেষ করে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ রয়েছে এমন কারও পাশে কোনও ভাবেই দাঁড়াবে না দল। সেই সময়েই নতুন তৃণমূলের ঘোষণাও করেন অভিষেক। বুধবারও সে কথার পুনরাবৃত্তি করে অভিষেক বলেছেন, ‘‘মানুষ যাঁকে বাছবেন তৃণমূল তাঁরই পাশে থাকবে। তাঁকে প্রার্থী করে জয়ী করবে। দলের সাধারণ সম্পাদক হিসাবে আজ আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা যাঁকে চাইছেন, তাঁকেই প্রার্থী করবে তৃণমূল।’’

Advertisement

বাঁকুড়ায় গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল। দলের সামনে তাই হারানো জমি ফিরে পাওয়ার চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনই পঞ্চায়েত ভোটের মাধ্যমে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু করার কথাও বলেছেন অভিষেক। বুধবার বাঁকুড়ার জনসভায় অভিষেক বলেন, ‘‘অভিমান থাকতেই পারে। তবে সে তো কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। আপনারা ২০১৯-এ (লোকসভা ভোটে) মুখ ফিরিয়েছিলেন। ২০২১ সালেও (বিধানসভা নির্বাচনে) আপানারা ভোট দেননি। কিন্তু আমরা মুখ ফেরাইনি। কিন্তু এ বার নিজের অধিকারের লড়াই আপনাদের নিজেদেরই লড়তে হবে।’’

কেন্দ্রের শাসক বিজেপিকে ভোট দিয়ে গত চার বছরে বাঁকুড়ার মানুষ কী পেয়েছেন? এই প্রশ্নও তুলেছেন অভিষেক। বলেছেন, ‘‘এই ভোট আপনাদের প্রায়শ্চিত্ত করার ভোট! ২০১৯ এবং ২০২১ সালে ভোটে পাপ করেছিলেন বাঁকুড়ার মানুষ। তাঁদের ভুল পথে চালিত করা হয়েছিল। ‘আচ্ছে দিন’-এর প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রের শাসক দল। কিন্তু সেই সুদিন বাঁকুড়ায় আসেনি। সুদিন এসেছে বিজেপির।’’ অভিষেক বলেছেন, ‘‘কোনও গণতন্ত্রে রাজনৈতিক দল শেষ কথা বলতে পারে না। শেষ কথা বলবে মানুষ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement