তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
ভোটের মুখে বিজেপিতে যাওয়া নেতাদের প্রায়শ্চিত্ত করেই দলে ফিরতে হচ্ছে বলে মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার খড়দহে নির্বাচনী প্রচারে এসে পুরনো কর্মীদের আবেগের কথা মাথায় রেখে তিনি আরও বলেন, ‘‘নেত্রীর (মমতা বন্দ্যোপাধ্যায়) পা ধরে কথা দিয়েছি, পুরনো কর্মীদের মর্যাদা ও সম্মান অক্ষুন্ন থাকবে।’’
লোকসভা ভোটের সময় থেকেই তৃণমূল ছেড়ে অনেকে বিজেপিতে গিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের পরে তাঁদের অনেকে ফিরে আসায় তৃণমূলের অন্দরেও কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। সে কথায় মাথায় রেখেই এ দিন অভিষেক বলেন, ‘‘কর্মীদের আবেগে আঘাত করে কোনও বিশ্বাসঘাতককে দলে নেব না।’’ ইতিমধ্যেই তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায়। তার পরে এসেছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবং কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। অভিষেক বলেন, ‘‘দলের দরজা বন্ধ রেখেছি। খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে।’’