বড়সড় পথ দুর্ঘটনায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর উল্টে গিয়েছে অভিষেকের গাড়ি। গুরুতর জখম অবস্থায় কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে। বিকেল সাড়ে ৫টা নাগাদ অভিষেককে বেলভিউ নার্সিং হোমে ভর্তি করানো হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অভিষেকের সিটিস্ক্যান ও এমআরআই করা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, তিনি এখন স্থিতিশীল।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের বহরমপুরে দলীয় কর্মসূচি সেরে কলকাতা ফিরছিলেন অভিষেক। সিঙ্গুরের কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর এক খারাপ হয়ে যাওয়া দুধের ভ্যানকে টেনে আনছিল একটি ব্রেকডাউন গাড়ি। অভিষেকের কনভয়ের প্রথম পাইলট গাড়িটি ওই দুধের গাড়িটির পিছনে ধাক্কা মারে। এর পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারানো ওই পাইলট কারের পিছনে ধাক্কা মারে অভিষেকের গাড়ি। এর পর দু’টি গাড়িই দু’তিন বার ডিগবাজি খেয়ে উল্টে যায় দু’টো লেনের মাঝখানের নয়ানঝুলিতে। দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিষেক। তাঁর মাথা ফেটে গিয়েছে বলে খবর। চোখের নীচে গভীর ক্ষত হয়েছে। চোট লেগেছে ঘাড়ে এবং পায়েও। অভিষেকের গাড়ির পিছনে সবং-এর বিধায়ক মানস ভুঁইয়ার গাড়ি ছিল। সে গাড়িটির অবশ্য কোনও ক্ষতি হয়নি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিষেক দশ জন নিরাপত্তারক্ষী।
যে ভাবে দুর্ঘটনায় পড়ল অভিষেকের গাড়ি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে ও পিছনে পাইলট কার ও পুলিশের গাড়ি ছিল বলে জানা গিয়েছে। এই তিনটি গাড়ির পিছনে ছিল মানস ভুঁইয়ার গাড়ি। সেই গাড়িতে কনক দেবনাথ, খালেদ এবাদুল্লারাও ছিলেন। কনকবাবু বললেন, ‘‘উল্টো দিক থেকে আসা একটা ট্রাক অভিষেকের গাড়িতে ধাক্কা মেরেছে। পাইলট কারকে টপকে ট্রাকটি সরাসরি অভিষেকের গাড়িতেই ধাক্কা মারল। গাড়িটা উল্টে গিয়েছিল। আমরা তড়িঘড়ি গাড়ি থামিয়ে ছুটে যাই। কাচ ভেঙে অভিষেককে বার করে আনি। ওঁর মাথায়, ঘাড়ে গুরুতর চোট লেগেছে।’’
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বার করার করার পর নিরাপত্তারক্ষীদের গাড়িতে তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ভাইপোকে। তার পর দ্রুত কলকাতায় নিয়ে আসা হয়। কিছু ক্ষণ আগেই মানস ভুঁইয়ারা জখম অভিষেককে নিয়ে দক্ষিণ কলকাতার ওই নার্সিং হোমে পৌঁছন।
অভিষেকের দুর্ঘটনার খবর পেয়ে বেলভিউ পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ফোন করে অভিষেকের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।