AAP Agitates Near State BJP

বিজেপি রাজ্য দফতরের কাছে বিক্ষোভ আপের

সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে, এই অভিযোগে সারা দেশেই বিজেপির দফতরের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছিল আপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৯
Share:

বিজেপি রাজ্য দফতরের কাছে আপের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বিজেপির রাজ্য দফতরের অদূরে বিক্ষোভ দেখাল আম আদমি পার্টি (আপ)। সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে, এই অভিযোগে সারা দেশেই বিজেপির দফতরের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছিল আপ। পরীক্ষা চলায় এখানে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। বিজেপি দফতরের কিছুটা আগে পুলিশ আপের মিছিল আটকে দেয়। সেখানেই বিক্ষোভ সভা করেন আপ কর্মী-সমর্থকেরা। রাজ্যে আপের মুখপাত্র অর্ণব মৈত্র বলেন, ‘‘দিল্লি সরকারের উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে বিজেপি প্রতিহিংসার রাজনীতিকেই প্রকট করে দিয়েছে। মডেল শিক্ষা ব্যবস্থা তৈরি করে, পরিষেবার মান উন্নত করে আপ সারা দেশের নজর কেড়েছে। দেশ জুড়ে অরবিন্দ কেজরীওয়ালের জনপ্রিয়তায় ওরা ভয় পাচ্ছে। সিসৌদিয়ার কাছ থেকে বেআইনি সম্পত্তির কোনও নথি বা আপত্তিকর কিছু বাজেয়াপ্ত না করতে পারলেও শুধু মোদীর চাপে সিবিআই তাঁকে ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার করেছে।’’

Advertisement

বিজেপির ‘প্রতিহিংসার রাজনীতি’র বিরুদ্ধে লড়াই চলবে বলে জানিয়েছে আপ। বিজেপি অবশ্য এই প্রতিবাদকে আমল দিতে চায়নি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের মন্তব্য, ‘‘কিছু অচেনা মানুষের নিজেদের চেনানোর নির্লজ্জ অপচেষ্টা! সততার বিজ্ঞাপনের আড়ালে জাতীয় সম্পদের উপরে থাবা আর যা-ই হোক নরেন্দ্র মোদীর সরকার মেনে নেবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement