Calcutta High Court

জোর করে পর্নোচক্রে, কোর্টে স্ত্রী

মহিলার স্বামী দরজি। স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে তাঁর নগ্ন ছবি তোলা ও বিভিন্ন পুরুষের সঙ্গে যৌন সংসর্গে বাধ্য করতেন তিনি। ওই শারীরিক মেলামেশার ভিডিয়ো করতেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ০৮:৩৬
Share:

Sourced by the ABP

জোর করে যৌন ব্যবসা ও পর্নোগ্রাফির কারবারে নামতে বাধ্য করানোর অভিযোগে নিজের স্বামীর বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হলেন দক্ষিণ ২৪ পরগনার এক মহিলা। স্থানীয় থানা বিষয়টিতে আমল না-দিয়ে লঘু ধারায় মামলা রুজু করে বলে অভিযোগ। নির্যাতিত মহিলার আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় সিআইডি বা কোনও আইপিএস আধিকারিকের তত্ত্বাবধানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশি তদন্তের রিপোর্ট ও কেস ডায়েরি তলব করেছেন। এ এক ‘বিরল ও গুরুতর অভিযোগ’ বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

সায়ন কোর্টে জানান, মহিলার স্বামী দরজি। স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে তাঁর নগ্ন ছবি তোলা ও বিভিন্ন পুরুষের সঙ্গে যৌন সংসর্গে বাধ্য করতেন তিনি। ওই শারীরিক মেলামেশার ভিডিয়ো করতেন তিনি। সায়নের আরও অভিযোগ, সেই সব ছবি ও ভিডিয়ো বাংলাদেশের কোনও ব্যক্তিকে বা গোষ্ঠীকে পাঠাতেন অভিযুক্ত। তিনি মাঝেমধ্যে বাংলাদেশে গিয়ে টাকা নিয়ে ফিরতেন। বাংলাদেশের কয়েক জনকে বাড়িতে এনে মহিলাকে তাঁদের সঙ্গে শারীরিক সংসর্গ স্থাপনে বাধ্য করা হত। সায়নের দাবি, অভিযুক্ত পর্নোগ্রাফিক ব্যবসা ও সীমান্তে অবৈধ কার্যকালাপের সঙ্গে যুক্ত। কিন্তু তাঁর স্ত্রী অভিযোগ করলে পর্যাপ্ত গুরুত্ব দেয়নি নাজিরগঞ্জ থানা। ঘটনাটিয় বড়সড় অপরাধ চক্র জড়িত বলে আবেদনকারীর তরফে অভিযোগ করা হয়। পরর্বতী শুনানি ১১ নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement