মৃতের নাম আকাশ প্রসাদ (২২)। নিজস্ব চিত্র।
দীর্ঘদিন বারুদের স্তূপের উপর থাকা জগদ্দল আবার অশান্ত। তৃণমূল কর্মী খুনে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার জগদ্দল। বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় এক তৃণমূল কর্মীকে। জগদ্দল থানার পাল ঘাট রোডের ঘটনা। মৃতের নাম আকাশ প্রসাদ (২৪)। শোনা যাচ্ছে, স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ শ্যামের অনুগামী ছিলেন আকাশ। সোমনাথ এই ঘটনায় বিজেপিকে অভিযুক্ত করেছেন। বিজেপি সাংসদ অর্জুন সিংহের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এই খুন। ফলে, এই খুনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে।
সূত্রের খবর, অশোক সাউ নামে জনৈক দুষ্কৃতী ও তার দলবল প্রথমে আকাশকে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। এর পর মৃত্যু নিশ্চিত করতে আকাশকে গুলি করা হয়। শেষে তারা বোমাবাজি করতে করতে এলাকা ছাড়ে।
স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ শ্যাম অবশ্য এই ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বলে দাবি করেন। তাঁর বক্তব্য, ‘‘তৃণমূলের কেউ এর সঙ্গে জড়িত নয়। বহু দিন ধরেই অর্জুন সিংয়ের দলবল চেষ্টা করছে আকাশের উপর আক্রমণ করতে। কারণ, ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যে পার্টি অফিসগুলো বিজেপি দখল করেছিল, তা আকাশ ধীরে ধীরে পুনরুদ্ধার করে। তাই ওর উপর বিজেপির অনেক দিন থেকেই রাগ ছিল। এর আগেও ওকে গুলি চালিয়ে হত্যা করার চেষ্টা হয়েছিল।’’ কিন্তু সূত্রের খবর, যার বিরুদ্ধে অভিযোগ, সেই অশোক সাউ রাজ্যের শাসক দলের ছত্রছায়ায় রযেছে। মৃতের বাবা অরুণ প্রসাদেরও দাবি, ‘‘আকাশ তৃণমূলের কর্মী ছিল। ওকে এলাকারই তৃণমূলের সক্রিয় কর্মী অশোক মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপরে চপার দিয়ে কুপিয়ে, গুলি করে খুন করে।’’
বিজেপির সাংসদ অর্জুন সিং অবশ্য বলেন, ‘‘আকাশ একজন দুষ্কৃতী। ও বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। কিন্তু তৃণমূল কর্মী বলে জানতাম না। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। সে কথা তো আকাশের পরিবারই বলেছে। তৃণমূল তাদের গোষ্ঠী কোন্দোল বিজেপির ওপর চাপানোর চেষ্টা করছে।’’ পুলিশ সুত্র অনুযায়ী, আকাশকে গতকাল রাতে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করে দুষ্কৃতীরা।
অভিযুক্ত অশোক কি শাসক দল আশ্রিত? এই প্রশ্নের উত্তরে সোমানাথ বলেন, ‘‘সব দল থেকেই এখন তৃণমূলে কর্মী যোগদান করছেন। কার মধ্যে কী আছে, আগে থেকে বোঝা মুশকিল।’’
অন্য দিকে অর্জুনের পাল্টা দাবি, ‘‘আকাশ ড্রাগ সাপ্লায়ার ছিল। এলাকায় তোলাবাজি এবং ছিনতাই করত। আর, ও যদি তৃণমূলের কর্মী হয়েই থাকে, তবে এই খুনের সঙ্গে তৃণমূল ও অপরাধ জগতের যোগসাজস রয়েছে বলে মনে করতে হবে।’’
আরও পড়ুন: বিজেপির দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ
আরও পড়ুন: বিজেপির বন্ধ ঘিরে রণক্ষেত্র তুফানগঞ্জ, তৃণমূলের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ