Death

চারতলা থেকে পড়ে মৃত্যু রঙের মিস্ত্রির

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে থাকেন এক বৃদ্ধ দম্পতি। তাঁরাই রং করার জন্য মণিশঙ্করকে নিয়োগ করেছিলেন। ভারা বেঁধে কয়েক দিন ধরে কাজ চলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ০৯:১৯
Share:

মৃত শ্রমিকের নাম মণিশঙ্কর মণ্ডল। —প্রতীকী চিত্র।

চারতলায় রঙের কাজ করতে উঠে ভারা থেকে নীচে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে গরফা থানা এলাকার সাঁপুইপাড়ার বৈদ্যপাড়ায়। মৃত শ্রমিকের নাম মণিশঙ্কর মণ্ডল (৪৫)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার খাতাড়িয়ায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ভারায় উঠে কাজ করার সময়ে কোনও ভাবে পা পিছলে পড়ে যান মণিশঙ্কর। ওই শ্রমিককে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের সদস্যদের খবর পাঠিয়েছে পুলিশ। তবে শুক্রবার রাত পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। আজ, শনিবার দেহের ময়না তদন্ত হওয়ার কথা।

Advertisement

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে থাকেন এক বৃদ্ধ দম্পতি। তাঁরাই রং করার জন্য মণিশঙ্করকে নিয়োগ করেছিলেন। ভারা বেঁধে কয়েক দিন ধরে কাজ চলছিল। অভিযোগ, কোনও রকম সুরক্ষা ছাড়াই মণিশঙ্কর কাজ করছিলেন। উল্লেখ্য, বহুতলে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে শ্রমিক-মৃত্যুর ঘটনা শহরে মাঝেমধ্যেই ঘটে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই সুরক্ষা-বিধি না মেনে শ্রমিকদের দিয়ে কাজ করানো হয় বলে অভিযোগ। এ ক্ষেত্রে ঠিক কী হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement