Calcutta High Court

৪১ জনকে যোগ মেধা তালিকায়

মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় সুমন্ত কোলে-সহ ৪১ জন মামলাকারীকে তথ্য যাচাই পর্বে ভুল যুক্তি দেখিয়ে বাতিল করে পর্ষদ। তাই তাঁরা কোর্টের দ্বারস্থ হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৫:০৫
Share:

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কলকাতা হাই কোর্টের নির্দেশে ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকায় যুক্ত হতে চলেছে ৪১ জন আবেদনকারীর নাম। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, মামলাকারী ৪১ জন চাকরিপ্রার্থীর তথ্য সংযোজন করে আগামী বুধবার কোর্টে মেধাতালিকা পেশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মামলায় আদালত অবমাননার অভিযোগে এ দিন শুনানিতে ভার্চুয়ালি হাজির ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আদালতের নির্দেশ মতোই মেধাতালিকা পেশ করা হবে বলে তিনি জানান।

Advertisement

মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় সুমন্ত কোলে-সহ ৪১ জন মামলাকারীকে তথ্য যাচাই পর্বে ভুল যুক্তি দেখিয়ে বাতিল করে পর্ষদ। তাই তাঁরা কোর্টের দ্বারস্থ হন। এর আগে হাই কোর্টের বিচারপতি মান্থার বেঞ্চ ওই ৪১ জনের নাম মেধা তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছিল। তার বিরুদ্ধে পর্ষদ ডিভিশন বেঞ্চে গেলেও নির্দেশ বদল হয়নি। তার পরেই নির্দেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগে পর্ষদ সভাপতিকে হাজিরা দিতে বলেছিলেন বিচারপতি মান্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement