—প্রতীকী ছবি।
সোনার চোরাকারবারী সন্দেহে ছত্তীসগঢ় থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল সেখানকার পুলিশ। ধৃতের কাছ থেকে মিলেছিল প্রায় দু’কোটি টাকার সোনা। সেই সূত্রে কলকাতা থেকে এক অভিযুক্ত সোনা চোরাকারবারীকে পাকড়াও করল ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টালিজেন্স (ডিআরআই)।
কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, কলকাতা থেকে গ্রেফতার ওই ব্যক্তির নাম কেশব বিশ্বম্ভর চৌহান। বাড়ি পি সি লাহিড়ী সরণীতে। শনিবার সেখান থেকেই তাঁকে ধরা হয়।
রবিবার কেশবকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। এ দিন আদালত কেশবকে তিন দিনের ট্রানজ়িট রিমান্ডে ছত্তীসগঢ় পাঠিয়েছে।
ডিআরআই-এর আইনজীবী দুর্জয় সেনগুপ্তর অভিযোগ, ‘‘দীর্ঘদিন ধরেই কেশব সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত। বাংলাদেশ, মায়ানমার, সিঙ্গাপুর থেকে চোরাপথে সোনা ভারতে এনে তিনি দেশের বিভিন্ন প্রান্তে সেই সোনা পৌঁছে দিতেন।’’