Madhyamik Examinee Death

দুপুরে বান্ধবীর বাড়িতে ঘুম, আর উঠলই না কিশোরী! শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু

পরিবার সূত্রে খবর, গত রবিবার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অর্পিতা। উঠেছিল মেচবস্তিতে বান্ধবী সুজাতা শৈবের বাড়িতে। পর পর দু’দিন সেখানে থেকেই পরীক্ষা দিয়েছিল অর্পিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১০
Share:
অর্পিতা মণ্ডল।

অর্পিতা মণ্ডল। ছবি: সংগৃহীত।

মায়ের সঙ্গে ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষাও দিচ্ছিল বান্ধবীর বাড়িতে থেকে। বৃহস্পতিবার সেই বান্ধবীর বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হল। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অর্পিতা মণ্ডল। নকশালবাড়ির খালপাড়ার বাসিন্দা। সেখানকার নন্দপ্রসাদ হাই স্কুলের ছাত্রী ছিল সে। তার দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পরিবার সূত্রে খবর, গত রবিবার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অর্পিতা। উঠেছিল মেচবস্তিতে বান্ধবী সুজাতা শৈবের বাড়িতে। পর পর দু’দিন সেখানে থেকেই পরীক্ষা দিয়েছিল অর্পিতা। বৃহস্পতিবারও সেখানেই ছিল। দুপুরে বান্ধবীর বাড়িতে ঘুমোনোর পর আর ঘুম থেকে উঠছিল না অর্পিতা। অনেক ডাকাডাকির পরেও সাড়া দেয়নি। এর পরেই তার মাকে ডেকে আনা হয়। মায়ের ডাকাডাকিতেও সাড়া না দেওয়ায় অর্পিতাকে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

কার্শিয়াঙের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে। মৃত্যুর কারণ জানতেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এক জন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে পুরো তদন্ত করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement