কর্মসংস্থান ৩ লক্ষ নয়, বলছে রাজ্য সরকার

রাজ্যে সব মিলিয়ে লাখ তিনেক কর্মসংস্থান হয়েছে, এমন কোনও তথ্য তিনি কোনও ভাবেই বিধানসভায় দেননি বলে জানাচ্ছে রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৬
Share:

রাজ্যে ছ’বছরে ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় সেই ৮১ লক্ষ কর্মসংস্থানের ব্যাখ্যাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে সব মিলিয়ে লাখ তিনেক কর্মসংস্থান হয়েছে, এমন কোনও তথ্য তিনি কোনও ভাবেই বিধানসভায় দেননি বলে জানাচ্ছে রাজ্য সরকার।

Advertisement

বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ ছিল গত শুক্রবার। আনন্দবাজার পত্রিকায় শনিবার প্রকাশিত সেই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছিল, সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ কর্মসংস্থানের হিসাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার প্রেক্ষিতে রবিবার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী কখনওই বলেননি, ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। যাঁরা লিখেছেন, এটা তাঁদের ভুল ব্যাখ্যা। কী ভাবে রাজ্যের কর্মসংস্থান বেড়েছে, তার কিছু উদাহরণ মুখ্যমন্ত্রী দিয়েছিলেন।’’ বিরোধীরা প্রশ্ন তুলেছে, ৮১ লক্ষ কর্মসংস্থান হলে রাজ্যের মোট ৭৭ হাজার বুথের প্রতি বুথে কত জনের চাকরি হয়? প্রশ্নের মুখেও রাজ্য সরকার অবশ্য কর্মসংস্থানের ওই দাবিতে অনড়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement