ফের অটোমেটিক সিগন্যাল বসানোর কাজের জন্য বিপর্যস্ত হবে শিয়ালদহ মেন লাইনের ট্রেন চলাচল। শনিবার ও রবিবার- এই দু’দিন ওই শাখায় কার্যত বাতিলই হয়ে যাবে ৪৫টি লোকাল ট্রেন। এর আগে দু’দফায় দু’দিন করে ওই কাজ হয়েছে সোদপুর থেকে খড়দহ ও খড়দহ থেকে টিটাগড় পর্যন্ত। এ বার হবে টিটাগড় থেকে ব্যারাকপুর পর্যন্ত।
রেল কর্তাদের বক্তব্য, এই কাজটি শেষ হলে শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত টানা অটোমেটিক সিগন্যাল ব্যবস্থার আওতায় চলে আসবে। তাতে বাড়বে ট্রেন গতি। বাড়ানো যাবে ট্রেনের সংখ্যাও।
পূর্ব রেল সূত্রের খবর, শনিবার বাতিল হচ্ছে ৬ জোড়া ব্যারাকপুর, ৮ জোড়া নৈহাটি, ৩ জোড়া কল্যাণী, এক জোড়া শান্তিপুর এবং ৭টি রানাঘাট লোকাল।
রবিবার বাতিল হবে ৫ জোড়া ব্যারাকপুর, ৬ জোড়া নৈহাটি, ৪ জোড়া কল্যাণী, ২ জোড়া শান্তিপুর এবং ৯টি রানাঘাট লোকাল।