Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের আজ চতুর্থ দিন। বেলা দেড়টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ০৭:১৯
Share:
গঙ্গাসাগর সফর: কপিলমুনির আশ্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার। ছবি: দীপঙ্কর মজুমদার

গঙ্গাসাগর সফর: কপিলমুনির আশ্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার। ছবি: দীপঙ্কর মজুমদার

রাজ্যপাল জগদীপ ধনখড় হাওড়া বিলে সই করেন কি না সেটাই বুধবার দেখার বিষয়। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথাও রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থিতালিকা প্রকাশ হতে পারে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

গঙ্গাসাগরে মমতা

Advertisement

দু’দিনের গঙ্গাসাগর সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর সফরের দ্বিতীয় দিন। মঙ্গলবার গঙ্গাসাগর যাত্রার উদ্বোধন করেন তিনি। আজও তাঁর বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা।

গোয়ায় অভিষেক

আজ গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মসূচিতে সেখানে তাঁর অংশ নেওয়ার কথা।

গ্রাফিক- সনৎ সিংহ।

গ্রাফিক- সনৎ সিংহ।

সৌরভের অবস্থা

কোভিড আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল দল গঠন করা হয়েছে। কয়েকটি ঘণ্টা অন্তর ভারতের প্রাক্তন অধিনায়কের শারীরিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল করছে হাসপাতা‌ল।

ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের আজ চতুর্থ দিন। বেলা দেড়টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

আইএসএল

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়ার খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় ওই খেলাটি শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement