Murshidabad Unrest

মুর্শিদাবাদ: অন্তত ১০০ পরিবার ঘরে ফিরলেও এখনও ঘরছাড়া অনেকেই, এ পর্যন্ত গ্রেফতার ২৮৯ জন, জানালেন এসপি

রবিবার সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার জানান, গত কয়েক দিন ধরে এলাকায় নতুন করে অশান্তির ঘটনা ঘটেনি। নতুন করে মামলাও দায়ের হয়েছে। সুতি এবং শমসেরগঞ্জ এলাকায় যে অশান্তির ঘটনা ঘটেছে, তাতে শনিবার পর্যন্ত মোট ১৩৮টি মামলা রুজু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৮:৫৭
Share:

—ফাইল ছবি।

মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা শমসেরগঞ্জ এবং সুতিতে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে দাবি করলেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়। তিনি বলেন, ‘‘অশান্তি মোকাবিলায় ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়েছে পুলিশ।’’

Advertisement

রবিবার সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার জানান, গত কয়েক দিন ধরে এলাকায় নতুন করে অশান্তির ঘটনা ঘটেনি। নতুন করে মামলাও দায়ের হয়েছে। সুতি এবং শমসেরগঞ্জ এলাকায় যে অশান্তির ঘটনা ঘটেছে, তাতে শনিবার পর্যন্ত মোট ১৩৮টি মামলা রুজু হয়েছে। তার মধ্যে শনিবারই নতুন করে ১৪টি মামলা রুজু হয়েছে। এখনও পর্যন্ত অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ২৮৯ জনকে।

পুলিশ সুপার আরও জানান, সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসার ফলে ইতিমধ্যেই প্রায় ১০০টি পরিবার নিজেদের বাড়িতে ফিরে এসেছে। তাঁর কথায়, ‘‘আরও কিছু পরিবার দ্রুত ফিরে আসবে বলে আমরা আশাবাদী। বিভিন্ন এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টহলদারি জারি রয়েছে। জাফরাবাদ এবং আশপাশের এলাকায় তিনটি পুলিশ ক্যাম্প করা হয়েছে।’’ তবে প্রশাসনিক সূত্রে খবর, এখনও অন্তত ২০০ পরিবার ঘরছাড়া।

Advertisement

জঙ্গিপুর পুলিশ জেলায় সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অশান্তির ঘটনার তদন্তে স্থানীয় পুলিশকে সাহায্যের জন্য রাজ্য পুলিশের তরফে ‘সিট’ গঠন করা হয়েছে। পুলিশের তদন্তকারীরা এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবের আধিকারিকেরা জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement