সভায় রূপা গঙ্গোপাধ্যায়।—নিজস্ব চিত্র।
প্রচার সভায় এসে দলের ঐক্যের ছবি তুলে ধরলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিংহ। রাহুল বলেন, “গত লোকসভা ভোটে আমরা কেডি বিশ্বাসকে প্রার্থী করেছিলাম। স্বাভাবিক ভাবে এ বার কেডির প্রার্থী হওয়ার কথা ছিল। দল তাঁকে প্রার্থী না করে সুব্রতকে প্রার্থী করেছে। কিন্তু আপনারা কী দেখছেন? কেডি প্রার্থী না সুব্রত আপনারা বুঝতেই পারবেন না। এটাই বিজেপি। অন্য দলের সঙ্গে এটাই আমাদের পার্থক্য।” দলের রাজ্য সভাপতি যখন এ কথা বলছেন, পাশেই ছিলেন কেডি।
মতুয়া ভোটকেই যে তাঁরা পাখির চোখ করেছেন, সে কথা এ দিন সামনে এসেছে বিজেপি নেতার কথায়। সুব্রত ঠাকুরকে ‘সাচ্চা মতুয়া’ বলে উল্লেখ করে রাহুলবাবু বলেন, “ওর শরীরে সরাসরি মতুয়া পরিবারের রক্ত বইছে। কিন্তু তৃণমূল প্রার্থীর শরীরে মতুয়া পরিবারের রক্ত বইছে না।” মতুয়াদের উদ্দেশে তাঁর আহ্বান, “আসল ও নকল মতুয়া আপনারা বেছে নেবেন।”
বনগাঁয় বিজেপির সভায় রূপা গঙ্গোপাধ্যায়। ছবি: নির্মাল্য প্রামাণিক
মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বীণাপাণিদেবীকে (বড়মা) তৃণমূল ‘নজরবন্দি ও জেলবন্দি’ করে রেখেছে বলেও তাঁর অভিযোগ। এই প্রসঙ্গেই রাহুল বলেন, “যদি বড়মাকে নজরবন্দি থেকে উদ্ধার করতে চান, তা হলে সুব্রতকে জয়ী করুন।”
এ দিনের সভায় ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “আমরা কোটি কোটি টাকা চুরি করে পকেট ভরতে চাই না। তাই আমরা বিজেপি।”