মোটরবাইকের সঙ্গে অটোর ধাক্কায় জখম মহিলা-সহ ৫

মোটরবাইকের সঙ্গে অটোর মুখোমুখি ধাক্কায় জখম হলেন পাঁচ জন। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে হাবরা থানার প্রতাপনগর এলাকার যশোহর রোডে। এই ঘটনার জেরে উত্তেজিত জনতা পুলিশের গাড়ির উপরে হামলা চালায়। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবরা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৫ ০১:৫৭
Share:

দুর্ঘটনার পরের দৃশ্য। নিজস্ব চিত্র।

মোটরবাইকের সঙ্গে অটোর মুখোমুখি ধাক্কায় জখম হলেন পাঁচ জন। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে হাবরা থানার প্রতাপনগর এলাকার যশোহর রোডে। এই ঘটনার জেরে উত্তেজিত জনতা পুলিশের গাড়ির উপরে হামলা চালায়। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

জখম ব্যক্তিদের প্রথমে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কলকাতার আরজিকরে স্থানান্তরিত করেন চিকিত্‌সকেরা। জখমদের মধ্যে একজন মহিলাও ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রতাপনগর এলাকায় পুলিশ বেআইনি ভাবে চলা মোটরবাইক ধড়পাকড় করছিল। অভিযোগ, সে সময়ে একটি মোটরবাইকে তিন আরোহী ওই এলাকা দিয়ে যাচ্ছিল। যেহেতু একটি মোটরবাইকে তিন জন আরোহী থাকা বেআইনি, সে কারণে ভয়ে পুলিশের হাত থেকে বাঁচতে তাঁরা জোরে বাইক চালাতে গেলে উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোর সঙ্গে জোরে ধাক্কা লাগে মোটর বাইকের। তিন জনই ছিটকে পড়েন। দু’জন অটো যাত্রীও জখম হয়েছেন। স্থানীয়রা এবং পুলিশ রক্তাক্ত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যায়। বাসিন্দাদের ক্ষোভ, পুলিশ বেআইনি মোটর বাইক ধরার নামে জুলুম করে। নিয়ম বর্হিভূত ভাবে টাকা দাবি করে। নিয়ম মেনে যদি এই মোটর বাইকগুলি ধরপাকড় করা হয় তা হলে বাসিন্দাদের কোনও আপত্তি থাকে না।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবরা শহর জুড়ে রমরমিয়ে বেআইনি ভাবে বাইক চলছে। বান্ধবীকে পিছনে বসিয়ে বেপরোয়া ভাবে মোটর বাইক চালায় কিছু তরুণ। চালক ও পিছনে বসে থাকা আরোহীদের মাথায় কোনও হেলমেট থাকে না। এমনকী, একটি মোটরবাইকে প্রায়শই তিন জন আরোহীকে দেখা যায়। এ সবের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মোটরবাইক চালকদের সচেতন করতে প্রচার চালানো হলেও অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি। সে কারণেই মাঝেমধ্যে ধড়পাকড় করা হয় বলে পুলিশ জানায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement