ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রেল অবরোধ কংগ্রেসের

রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেশনে এবং উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভ্যাবলা স্টেশনে অবরোধ-বিক্ষোভ দেখাল কংগ্রেস সমর্থকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ২৫ জুন ২০১৪ ০১:২৪
Share:

ক্যানিং স্টেশনে অবরোধ।—নিজস্ব চিত্র।

রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেশনে এবং উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভ্যাবলা স্টেশনে অবরোধ-বিক্ষোভ দেখাল কংগ্রেস সমর্থকরা। এ দিন বিক্ষোভের ফলে হাসনাবাদ-শিয়ালদহের মধ্যে ঘণ্টাখানেক ট্রেন বন্ধ ছিল। পরে রেল পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে ক্যানিং স্টেশনে সকাল ১১.৫০ থেকে ১২.৪৮ মিনিট পর্যন্ত অবরোধে বন্ধ ছিল ট্রেন।

Advertisement

রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল ৮টা নাগাদ কংগ্রেস সমর্থকরা মিছিল করে ভ্যাবলা স্টেশনে লেভেল ক্রসিংয়ে বসে পড়ায় ট্রেন এবং বসিরহাট-ন্যাজাটগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের বক্তব্য, এ ভাবে একসঙ্গে অনেকটা ভাড়া বৃদ্ধি হলে সাধারণ মানুষের খুবই অসুবিধা হবে। রেল ভাড়া কমানোর দাবিতেই তাঁদের এই বিক্ষোভ। কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি অর্ণব রায়ের নেতৃত্বে এদিন রেলের ভাড়া বৃদ্ধি সহ দিল্লিতে বিদেশি মহিলাকে ধর্ষণ ও পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যানিং হাসপাতাল মোড় থেকে ক্যানিং বাসস্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদি মিছিল করা হয়। পরে ওই মিছিলই রেল অবরোধ করে। এর ফলে সমস্যায় পড়ে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বহু মাধ্যমিক পরীক্ষার্থী সহ সব্জি ও মাছ বিক্রেতা এবং নিত্য যাত্রীরা। পরে মাধ্যমিক পরীক্ষার্থীরা অবরোধকারীদেরে অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement