ভ্যাবলা স্টেশনে নিজস্ব চিত্র।
বামনগাছি কাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার বসিরহাটের বিভিন্ন এলাকাতে ট্রেন লাইনে বসে পড়ে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। এর জেরে সপ্তাহের প্রথম কাজের দিনে নাকাল হতে হয় বাসিন্দাদের। বিশেষ করে বাস ও ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় অসুবিধায় পড়তে হয় অফিসযাত্রীদের। পরে পুলিশ গিয়ে বুঝিয়ে বিক্ষোভ সরালে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ বসিরহাটের ভ্যাবলা স্টেশন এলাকায় কংগ্রেস নেতা শান্তি হালদারের নেতৃত্বে দলীয় সমর্থকেরা লাইনের উপর শুয়ে পড়েন। ফলে আটটা পাঁচ মিনিটের ডাউন শিয়ালদহ লোকাল ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে হাসনাবাদ-বারাসাত শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকশো যাত্রী আটকে পড়েন। প্রায় এক ঘণ্টা বিক্ষোভ চলে। সকাল ন’টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ দিন বেলা সাড়ে আটটা নাগাদ বাদুড়িয়ার লরি স্ট্যান্ডের সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভের জেরে খোলাপোতা-মসলন্দপুরের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে এক ঘন্টা বিক্ষোভের পরে যুব কংগ্রেস কর্মীরা গোপালপুর মোড়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করলে হাড়োয়া ও টাকি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে বিক্ষোভ ওঠালে বেলা এগারোটা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।