রাতের অন্ধকারে এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোরে ঢোলাহাটের রামগোপালপুর হরিণডাঙা পাড়া থেকে শুকদেব মণ্ডল নামে বছর পঞ্চান্নর ওই প্রৌঢ়কে ধরা হয়। তাঁর বাড়ি স্থানীয় লালমোহনচক গ্রামে। ওই মহিলা সিপিএম এবং ধৃত প্রৌঢ় তৃণমূল সমর্থক হওয়ায় ঘটনায় রাজনীতির রং লেগেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হরিণডাঙা পাড়ার বছর পঁয়তািল্লিশের ওই মহিলা বাড়ির বারান্দায় একাই ঘুমোচ্ছিলেন। রাত ৩টে নাগাদ প্রৌঢ় বারান্দায় উঠে মহিলাকে হাত ধরে টানাটানি ও ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। মহিলার চিৎকারে প্রতিবেশীরা এসে প্রৌঢ়কে ধরে ফেলেন। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে প্রৌঢ়কে থানায় নিয়ে যায়। পরে মহিলা ওই অভিযোগ দায়ের করেন।
সিপিএমের অভিযোগ, বনগাঁ উপ-নির্বাচনে জেতার পরে ওই এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যব্রত মাইতির নেতৃত্বে মিছিল হয়। মিছিল থেকে তাপস পালের কায়দায় সিপিএম করলে ঘরে লোক ঢুকিয়ে ‘রেপ’ করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সিপিএমের জেলা কমিটির সদস্য হরিপদ সামন্তের অভিযোগ, “হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই ওরা তা করে দেখাতে গিয়েছিল।”
অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যব্রত মাইতি। তাঁর দাবি, “আমাদের কেউ কোনও হুমকি দেয়নি। ওরা আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা করছে। আমাদের সমর্থককে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ওই মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়েছে।