তৃণমূলের নেতাকে কুপিয়ে গ্রেফতার

তৃণমূল নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাসন্তীর সোনাখালি বাজারে। গুরুতর জখম বাসন্তী ব্লকের তৃণমূল অঞ্চল সভাপতি জালাল মোল্লাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাসন্তী শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৫ ০২:০৯
Share:

তৃণমূল নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাসন্তীর সোনাখালি বাজারে। গুরুতর জখম বাসন্তী ব্লকের তৃণমূল অঞ্চল সভাপতি জালাল মোল্লাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় সোনাখালি বাজারের একটি দোকানে বসে গল্প করছিলেন জালাল। সে সময়ে মুখে কাপড় বেঁধে তিন দুষ্কৃতী চড়াও হয় তাঁর উপরে। ধারাল অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথারি কুপিয়ে তারা পালানোর চেষ্টা করে। আশপাশের লোকজন ধাওয়া করে তাদের এক জনকে ধরে ফেলেন। শুরু হয় গণপিটুনি। পরে খবর পেয়ে পুলিশ এসে গ্রেফতার করে ইব্রাহিম মোল্লা নামে ওই দুষ্কৃতীকে। রক্তাক্ত জালালকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান এলাকার মানুষ। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জেলা পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, “সোনাখালির ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ সূত্রের খবর, বছর দেড়েক আগে রামচন্দ্রখালিতে খুন হয়েছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আরএসপির মিন্টু ইসলাম। সেই খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত ছিলেন জালাল। গোসাবার বিধায়ক তৃণমূলের জয়ন্ত নস্কর বলেন, “চক্রান্ত করে আরএসপি ওঁকে খুনের চেষ্টা করছে। এর আগে একটি খুনের মামলাতেও ওঁকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। এলাকায় অশান্তি সৃষ্টি করতে আরএসপি এ সব করার চেষ্টা করছে।” অভিযোগ অস্বীকার করে বাসন্তীর আরএসপির বিধায়ক সুভাষ নস্কর বলেন, “এই ঘটনার তীব্র নিন্দা করছি। আমরা চাই নিরপেক্ষ তদন্ত করে পুলিশ দোষীদের শাস্তি দিক। এই ঘটনায় আমরা কোনও ভাবে যুক্ত নই। ওঁরা মিথ্যে অভিযোগ করছেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement