টুকরো খবর

বনগাঁ ও বাগদা থানায় দায়ের হওয়া পৃথক দু’টি আর্থিক প্রতারণা মামলায় বৃহস্পতিবার জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের আবেদন অবশ্য খারিজ করে দিয়েছেন বনগাঁ মহকুমা আদালতের এসিজেএম মুন চক্রবর্তী।

Advertisement
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০১:১৭
Share:

বনগাঁ আদালতে জামিন সুদীপ্তর

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

বনগাঁ ও বাগদা থানায় দায়ের হওয়া পৃথক দু’টি আর্থিক প্রতারণা মামলায় বৃহস্পতিবার জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের আবেদন অবশ্য খারিজ করে দিয়েছেন বনগাঁ মহকুমা আদালতের এসিজেএম মুন চক্রবর্তী। এ দিন আদালতে দেবযানী এলেও সুদীপ্ত আসেননি। তার হয়ে জামিনের আবেদন জানান আইনজীবী অসীম দে। বিচারক ১০ হাজার টাকার বেলবন্ডে তাঁর আবেদন মঞ্জুর করেন। দেবযানী মুখোপাধ্যায়কে ১৭ জুলাই পর্যন্ত জেল-হাজতে রাখবার নির্দেশ দিয়েছেন বিচারক। ওই দিন ফের তাঁকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক।

Advertisement

ভিজতে ভিজতে....। বৃহস্পতিবার বনগাঁয় ছবিটি তুলেছেন নির্মাল্য প্রামাণিক।

বৃষ্টি নামতেই ধান রোয়ার কাজ শুরু হয়েছে বসিরহাটে। নির্মল বসুর তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement