Crieme

মাটি খুঁড়ে উদ্ধার তরুণীর দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়ার প্রেমচাঁদ নগরে থাকতেন বিউটি। বছর দু’য়েক আগে ঝাড়খণ্ডে বিয়ে হয়। কিন্তু স্বামীর সঙ্গে গোলমাল শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৮
Share:

প্রতীকী ছবি

ন’দিন নিখোঁজ থাকার পরে মাটি খুঁড়ে মিলল এক মহিলার পচা-গলা দেহ।

Advertisement

ভাটপাড়া থানার বেল্লে শঙ্করপুরের ঘটনা। সোমবার দুপুরে আশা সাউ (২৭) ওরফে বিউটি নামে ওই তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর হাতের উল্কি দেখে বাবা শনাক্ত করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল। খুনের সঙ্গে তার কোনও যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়ার প্রেমচাঁদ নগরে থাকতেন বিউটি। বছর দু’য়েক আগে ঝাড়খণ্ডে বিয়ে হয়। কিন্তু স্বামীর সঙ্গে গোলমাল শুরু হয়। বিয়ের মাস ছ’য়েক পরে বাপের বাড়িতেই ফিরে আসেন বিউটি। তাঁর বাবা অর্জুন বয়সজনিত কারণে অশক্ত। সামান্য কাজকর্ম করে সংসার চালান।

Advertisement

রবিবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বিউটি। ঝাড়খণ্ডে শ্বশুরবাড়িতেও খোঁজ নেন অর্জুন। কিন্তু সন্ধান মেলেনি। তবে থানায় বিষয়টি জানাননি বিউটির বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বাসপাড়ার কাছাকাছি একটি ফাঁকা মাঠ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল গত কয়েক দিন ধরে। সোমবার এলাকার বুঝতে পারেন, মাটির নীচে কিছু পোঁতা রয়েছে। গন্ধ ছড়াচ্ছে সেখান থেকেই। ভাটপাড়া থানায় খবর যায়। পুলিশ গিয়ে মাটি খুঁড়ে দেহের সন্ধান পায়।

পুলিশ খোঁজখবর করে জানতে পারে, স্থানীয় তরুণী বিউটি কিছু দিন ধরে নিখোঁজ। তাঁর বাবার সঙ্গে থানা থেকে যোগাযোগ করা হয় অর্জুনের সঙ্গে। পরে তিনি দেহ শনাক্ত করেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল ওই তরুণীর। নতুন সম্পর্কের জেরে বিউটির পুরনো কোনও সঙ্গীর ক্ষোভ ছিল কিনা, তা খতিয়ে

দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement