পুড়িয়ে খুনের চেষ্টার নালিশ, ধৃত মহিলা 

পুলিশ জানিয়েছে, শাহাজান মণ্ডল নামে বছর চৌত্রিশের ওই যুবক এখন আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকরে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, শাহাজানের শরীর একশো শতাংশ পুড়ে গিয়েছে। পুলিশের কাছে তিনি জবানবন্দিও দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোপালনগর  শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০২:০৫
Share:

প্রতীকী চিত্র।

বাড়িতে ফোন করে ডেকে এনে যুবকের শরীরে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার দক্ষিণ ইসলামপুর এলাকায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, শাহাজান মণ্ডল নামে বছর চৌত্রিশের ওই যুবক এখন আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকরে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, শাহাজানের শরীর একশো শতাংশ পুড়ে গিয়েছে। পুলিশের কাছে তিনি জবানবন্দিও দিয়েছেন।

অগ্নিদগ্ধ যুবকের বোন তসলিমা বিবির অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে অভিযুক্ত হালিমা বিবিকে গ্রেফতার করেছে। রবিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহাজান চাষের কাজ করেন। তিনি বিবাহিত। প্রতিবেশী হালিমা সম্পর্কে তাঁর কাকিমা। বছর দশেক ধরে দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। মাঝে কয়েক বছর শাহাজান মালয়েশিয়াতে কাজ করতে গিয়েছিলেন। অভিযোগ, ওই সময় হালিমা তার কাছ থেকে প্রচুর টাকা ধার নেয়। সেই টাকায় হালিমা বাড়ি করে। শাহাজান বাড়ি ফিরে হালিমার কাছে পাওনা টাকা ফেরত চাইতে শুরু করেন। যা নিয়ে দু’জনের মধ্যে বিবাদ তৈরি হয়। শাহাজানের পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় শাহাজানকে ফোন করে নিজের বাড়িতে ডাকে হালিমা। ওই সময় হালিমার বাড়িতে কেউ ছিলেন না। ঘরে আটকে রেখে হালিমা যুবকের শরীরে কেরেসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দরজা বন্ধ থাকায় সে ঘর থেকে বের হতে পারিনি বলে অভিযোগ। শাহাজান চিৎকার শুরু করলে হালিমা দরজা খুলে দেয়। দৌড়ে নিজের বাড়ির উঠোনে এসে পড়ে যায় যুবক। পরিবারের লোকজন জানিয়েছেন, উঠোনে পড়ে শাহাজান যন্ত্রণায় ছটফট করছিলেন। শরীর আগুনে পুড়ে ঝলসে গিয়েছিল। তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement