Tiger Scare at Kultoli

ফের বাঘের পায়ের ছাপ

বাঘ থাকলেও যাতে কোনও ভাবে গ্রামে চলে না আসে, সে জন্য এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মাসখানেক আগে এই এলাকাতেই ম্যানগ্রোভের জঙ্গলে চলে এসেছিল একটি রয়্যাল বেঙ্গল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কুলতলি  শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ০৯:২৯
Share:

বাঘের পায়ের ছাপ। —ফাইল চিত্র।

লোকালয়ের কাছে মিলল বাঘের পায়ের ছাপ। বৃহস্পতিবার দুপুরে কুলতলির মৈপিঠ কোস্টাল থানার গৌড়েরচক গ্রামের কাছে ম্যানগ্রোভের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকার মানুষ। খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরে। বনকর্মীরা এসে জঙ্গলে তল্লাশি চালান। তবে সন্ধে পর্যন্ত বাঘের হদিশ মেলেনি বলেই দাবি বন দফতরের। বাঘ থাকলেও যাতে কোনও ভাবে গ্রামে চলে না আসে, সে জন্য এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মাসখানেক আগে এই এলাকাতেই ম্যানগ্রোভের জঙ্গলে চলে এসেছিল একটি রয়্যাল বেঙ্গল। পরে বনকর্মীরা সেটিকে তাড়িয়ে গভীর জঙ্গলে পাঠিয়ে দেন। নতুন করে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন দফতর জানিয়েছে, পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement