স্টেশন সুপারকে ডেপুটেশন জমা দেওয়ার পর তাঁকে আম, কাঁঠাল দেওয়া হয়। নিজস্ব চিত্র।
সংস্কারের দাবিতে রাস্তার উপর জমে থাকা জলে ছোট মাছ ছেড়ে প্রতীকী বিক্ষোভ দেখাল তৃণমূল। শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবারের নিকটবর্তী দেউলা স্টেশনের ঘটনা।
সংস্কারের অভাবে দিন দিন বেহাল হয়ে পড়েছিল স্টেশন সংলগ্ন রাস্তাটি। বিষয়টি একাধিকবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। বৃষ্টি আসতেই রাস্তা আরও বেহাল হয়ে পড়ায় ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনও জমা দেন যুব তৃণমূল নেতৃত্বরা। স্টেশন সুপারকে আম ও কাঁঠাল উপহার দেন তাঁরা।
দেউলা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া রাস্তা দিয়ে উস্তি এবং দেউলার মোড় এলাকার মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার করেনি বলে রেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সম্প্রতি, বৃষ্টিতে আরও বেহাল হয়ে পড়ে রাস্তাটি। শুক্রবার প্রতীকী বিক্ষোভের পর মগরাহাট-১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান বলেন, “স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়েই রাস্তার দাবিতে বিক্ষোভ দেখিয়েছি। স্টেশন সুপারের কাছে ডেপুটেশনও জমা দেওয়া হয়েছে। সম্প্রতি জামাইষষ্ঠীর সময় ছুটি পাননি স্টেশন সুপার। তাই তাঁকে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে আম ও কাঁঠাল উপহার দেওয়া হয়েছে।”