khardah

TMC Protest: বারবার প্রার্থিতালিকায় বদল, প্রতিবাদে বিটি রোড অবরোধ তৃণমূল কর্মীদের

দিনের ব্যস্ততম সময়ে অবরোধ শুরু হওয়ায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়দহ শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৯
Share:

বাববার পুরভোটের প্রার্থিতালিকা বদল করা হচ্ছে। ফলে ভোট এগিয়ে এলেও প্রচারের কাজ শুরু করা যাচ্ছে না। এই অভিযোগ তুলে খড়দহ পুরসভার সামনে বিটি রোড অবরোধ করলেন তৃণমূল কর্মীরা।

Advertisement

সোমবার সকাল থেকেই অবরোধ শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রায় এক ঘণ্টার বেশে সময় ধরে চলে অবরোধ। দিনের ব্যস্ততম সময়ে অবরোধ শুরু হওয়ায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাস্তার বসে পড়ে তৃণমূলকর্মীরা স্লোগান দিতে থাকেন।

স্থানীয় তৃণমূল কর্মী কাকলী সেন বলেন, ‘‘পুরভোটের হাতে গোনা কয়েক দিন বাকি। তার আগেই বারবার প্রার্থিতালিকায় বদল আনা হচ্ছে। ফলে যাঁরা তালিকা দেখে কাজে নেমে পড়েছিলেন, এই ভাবে তালিকায় বদল দেখে হতাশ হয়ে পড়ছেন।’’

Advertisement

তৃণমূল কর্মীদের অভিযোগ, ‘‘বহিরাগতদের প্রার্থী করা হচ্ছে। এ বিষয়টি কখনও মেনে নেওয়া যায় না।’’ পরিস্থিতির মোকাবিলায় বিশাল পুলিশবাহিনী আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement