হাড়োয়ায় মেছোভেড়ির টাকা নিয়ে গোষ্ঠীসংঘর্ষ তৃণমূলে

মেছোভেড়ির টাকা নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চলল গুলি। পড়ল বোমাও। আহত হলেন এক মহিলা-সহ সাতজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাড়োয়া শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ০১:১৬
Share:

মেছোভেড়ির টাকা নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চলল গুলি। পড়ল বোমাও। আহত হলেন এক মহিলা-সহ সাতজন।

Advertisement

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাড়োয়ার মোহনপুর এবং মুচিখোলা গ্রামে। পুলিশ জানিয়েছে, দীপাঞ্জলি সর্দার নামে ওই মহিলার গাল ছুঁয়ে গুলি বেরিয়ে গিয়েছে। তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার প্রায় ৭টি বাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকায় পুলিশ পিকেট বসেছে।

কী ঘটেছিল রবিবার রাতে?

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামজয় ভেড়ির লিজের টাকা নিয়ে তৃণমূলের যোগেশ্বর পরামাণিক এবং ভরত পাত্রের লোকজনদের মধ্যে গণ্ডগোল চলছিল। এ দিন রাতে তা বড় আকার নেয়। অভিযোগ, মেছোভেড়ির লিজের টাকা চাইতে গেলে যোগেশ্বরের সঙ্গীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ভরতের লোকেদের উপর হামলা চালায়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন যোগেশ্বর। তাঁর কথায়, ‘‘ভরতই লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে।’’ গোলমালের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাড়োয়া ব্লক তৃণমূল নেতা সঞ্জু বিশ্বাস বলেন, ‘‘বরত, যোগেশ্বর দু’জনেই তৃণমূলের সদস্য। তবে মেছোভেড়ি নিয়ে দল মাথা ঘামাবে না। কেউ অন্যায় করলে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।’’

দীপাঞ্জলি সর্দার, অমিত সর্দার, সুকুমার সর্দার, অমল সর্দার জানান, মোহনপুর এবং মুচিখোলা গ্রাম লাগোয়া ১ হাজার ৮৬০ বিঘাজুড়ে রামজয় মেছোভেড়ি। আগে বিঘা প্রতি ৭ হাজার ৭০০ টাকা মিলত। লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে লিজের টাকা চাইলে তা দিতে অস্বীকার করে যোগেশ্বর। পার্টির লোকজনকে দিয়ে হুমকিও দেয়।

তাঁদের অভিযোগ, রবিবার রাত ৮টা নাগাদ টাকা চাইতে গেলে যোগেশ্বরের লোকজন বন্দুক, লাঠি, লোহার রড নিয়ে আক্রমণ করে। যোগেশ্বরের পাল্টা দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement