তিন কিশোরীর বিয়ে বন্ধ হল

চাইল্ড লাইনে ফোন করে নিজেই নিজের বিয়ে বন্ধ করল নাবালিকা। প্রতিবেশীর মুখে নিজের বিয়ের কথা শুনেই চাইল্ড লাইনে খবর দিয়েছিল স্বরূপনগরের বছর ষোলোর ওই কিশোরী। এরপরেই পুলিশ ও চাইল্ড লাইন এসে তার বাড়ির লোককে বোঝায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ০১:১১
Share:

চাইল্ড লাইনে ফোন করে নিজেই নিজের বিয়ে বন্ধ করল নাবালিকা। প্রতিবেশীর মুখে নিজের বিয়ের কথা শুনেই চাইল্ড লাইনে খবর দিয়েছিল স্বরূপনগরের বছর ষোলোর ওই কিশোরী। এরপরেই পুলিশ ও চাইল্ড লাইন এসে তার বাড়ির লোককে বোঝায়। অবশেষে বিয়ে বন্ধ করতে বাধ্য হয় ওই পরিবার। পাশাপাশি আঠারো বছর না হলে মেয়ের বিয়ে দেওয়া হবে না বলে পুলিশকে একটি মুচলেকাও দেওয়া হয়। রবিবার বসিরহাটের শাকচুঁড়ো-বাগুণ্ডি পঞ্চায়েতের সোলাদানায় বছর বারোর এক নাবালিকারও বিয়ে দেওয়া হচ্ছিল। ওই ছাত্রীর এক বন্ধু ফোন করে চাইল্ড লাইনে খবর দেয়। খবর পেয়ে প্রশাসন গিয়ে বিয়ে আটকায়। বাদুড়িয়ায় বাড়ি দশম শ্রেণির ছাত্রীটিকেও তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে চাইল্ড লাইন পুলিশ ও প্রশাসনকে জানায়। রবিবার পুলিশ ও প্রশাসন বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement