প্রতীকী ছবি
পুরোহিত ভাতা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুললেন জয়নগর মজিলপুরের পুর প্রশাসক তথা কংগ্রেস নেতা সুজিত সরখেল। সম্প্রতি রাজ্য জুড়ে পুরোহিতদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সোমবার প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় কারা এই ভাতা পাবেন, তার তালিকা প্রকাশ করা হয়। দেখা যায়, জয়নগর পুর এলাকায় ২১ জনের নাম রয়েছে তালিকায়। তবে পুর প্রশাসকের অভিযোগ, দীর্ঘ দিন ধরে পৌরোহিত্য করছেন, এমন একাধিক ব্যক্তির নাম ওই তালিকায় নেই। তাঁর দাবি, পুরসভাকে না জানিয়েই তালিকা তৈরি হয়েছে। মঙ্গলবার পুভবনে সাংবাদিক সম্মেলনে সুজিত বলেন, “জয়নগরে বহু প্রাচীন মন্দির রয়েছে। সেই সব মন্দিরের সঙ্গে যুক্ত পুরোহিতদের অনেকেই তালিকায় জায়গা পাননি। দেবী জয়চণ্ডীর নামে জয়নগরের নামকরণ বলে ধরা হয়। অথচ সেই জয়চণ্ডী মন্দিরের পুরোহিতই ভাতার তালিকায় নেই। তৃণমূল বিধায়কের মদতে পুরসভাকে অন্ধকারে রেখে এই তালিকা তৈরি হয়েছে। একাধিক ক্ষেত্রে বেছে বেছে তৃণমূলের লোকেদেরই ভাতা পাইয়ে দেওয়া হয়েছে। পুরোহিত ভাতার নামে এই স্বজনপোষণের বিরোধিতা করছি।” অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। তাঁর কথায়, “স্বজনপোষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে এটা ঠিক যে তালিকায় কিছু ভুলভ্রান্তি হয়েছে। পৌরোহিত্য করেন না, এমন কেউ কেউ তালিকায় জায়গা পেয়েছেন। আমি সংশ্লিষ্ট দফতরকে তালিকা সংশোধন করার জন্য বলেছি।”